দুপুর রোদ
লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ১৬ জানুয়ারি, ২০১৫, ১২:১৪:৩৬ দুপুর
আমার দুপুর বেলায়, রোদের ভেলায়
পাখির উড়োউড়ি।
তোমার গগণপানে উড়িয়ে দিলাম
পত্র লেখা ঘুড়ি।
তুমি ধরবে, চিঠি পড়বে
কাঁদবে আড়াল ঘরে।
ভিজবে আবার স্মৃতির জলে
আমায় মনে করে।
তোমার বদ্ধ দুয়ার, জানলা খোলা
অপেক্ষাতে থাকো।
ডাকছি আমি দাড়িয়ে দূরে
একটু তাকিয়ে দেখ।
তোমার রং মাখা সং প্রাসাদে
হাপিয়ে উঠেছে মন।
কষ্ট যাতায় পিসছো নিজেকে
আর সইবে কতক্ষণ।
ফিরে এসো বন্ধু ফিরে এসো ফের
বাড়িয়ে রয়েছি হাত।
দুজনে মিলে বাসর সাজাবো
উঠবে নতুন প্রভাত।
……………….. ১৬-০১-১৫ ঢাকা।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাখির উড়োউড়ি।
তোমার গগণপানে উড়িয়ে দিলাম
পত্র লেখা ঘুড়ি।
মন্তব্য করতে লগইন করুন