মিছে পণ
লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩৭:০৮ রাত
চোখের তারাতে যে রহিয়াছিল
এক পলকেই সে কহিয়া দিল,
থাকিবেনা আর মোর সাথে।
ছাড়িবেনা হাত কভূ বলিয়াছিল
রঙ্গিনো চমক লোভে ভূলিয়া গেল,
সহিলনা সুখ মধু রাতে।
ছাড়িয়াছে যাহা কেন খুজিতেছে ফের
ভূতিহীন অভিনয় করিয়াছে ঢের।
ফিরিয়া যাবার ক্ষনে আপন নীড়ে,
তাকিয়ে কি হবেগো পথেরও তীরে।
চাহিয়াছে খুব তাহা রহিয়াছে পিছে,
অতীতের মুখোপণ পুরোটাই মিছে।
.........................ঢাকা- ১৮/১২/১৪
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন