ডিজুস মাইয়ার ‪#‎জঙ্গী_বনাম_জংলী‬ তত্ব...................

লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪১:৩৮ দুপুর

ফার্মগেট থেকে উত্তরা যাচ্ছি বিআরটিসি’র এসি বাস গুলোতে করে..........

যাত্রীদের নাতিদীর্ঘ সিরিয়ালের সামনেই ছিলাম। উঠেই দেখি ডান দিকের মহিলার জন্য বরাদ্দের তিনটি সিটের পরের সিটটা খালি।

মাঝখানে বসে পত্রিকা পড়ছে এক জন মাঝ বয়সী ভদ্রলোক। আমি যেয়ে বসলাম তার বাম পাশে।

একটু পর ডিজিটাল যুগের এক ডিজুস মেয়ে উঠলো বাসে। কিন্তু মহিলাদের বরাদ্দের সিটে জায়গা না পেয়ে বাধ্য হয়েই আমার পাশে বসা ভদ্রলোকের ডানদিকে জানলার পাশের সিটে বসে পড়লো।

আমি ভদ্রলোকের পেপারের দিকে চোখ বুলাচ্ছি, তিনি বুঝতে পেরে পেপারটা আরেকটু খুলে ধরলো যাতে আমি সহজেই পড়তে পারি।

একটু পরে মেয়েটিও পেপারের দিকে তাকানোর চেষ্টা করতে থাকে। তাই ভদ্রলোক পেপারটি বেশ বড় করেই খুলে দিল। যাতে তিনজনই পড়তে পারি।

ইতোমধ্যেই ভদ্রলোকের প্রথম পৃষ্ঠা পড়া শেষ; আমারও। তবে মেয়েটির মনে হয় তখনও বাকী। তাই ভদ্রলোক মেয়েটিকে বলল, “হয়েছে? পৃষ্ঠাটা উল্টাই?”

মেয়েটিও জবাব, “সিউর আঙ্কেল।”

কি যেন মনে হলে ভদ্রলোক মেয়েটিকে জিঙ্গাসা করলো, “বলোতে ‪#‎জঙ্গী‬ মানে কি?”

মেয়েটিকে কিছুক্ষন চুপ থেকে উত্তর দিলো, “আঙ্গেল যারা ‪#‎জঙ্গলে‬ থাকে তারা ‪#‎জংলী‬”

ভদ্রলোক আমার দিকে তাকিয়ে ফিক করে হাসি দিল।

আমিও মুখে মাফলার চেপে ধরে বহু কষ্টে হাসি থামালাম।

[হায়রে ডিজুস দুনিয়ার, ডিজিটাল মাইয়া্]

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File