লোডশেডিংয়ে থাইতেই এখন আমার ভাল লাগে
লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ০৮ নভেম্বর, ২০১৪, ০৯:৪৪:০৮ রাত
লোডশেডিংয়ে থাইতেই এখন আমার ভাল লাগে,
টিউব লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায়।
হয় ব্যাচেলর ঘরে সেই পুরোনো কুপি জ্বালাবো
নয়তো অন্ধকার, কাছে ডেকে বসে থাকবো ঠায়।
টিনের চালে সৌর প্যানেলটার উপর কাক বসে থাকে দিনমান
আগের মত মোটেই ভয় পায় না আমায়।
চোখে চোখ লাগিয়ে তাকিয়ে থাকে, কি করে বলি
আমারও যে যত্ন যন্ত্রনা সইতে মন চায় ।
অপরাধী হয়ে অভিনয় করি মাহিম সেজে;
ত্রুটিগুলোর থেকে লোভই আমাকে বেশি তাড়া করে।
নিয়ন আলোর রঙিন রং বড্ড ফ্যাকাশে মনে হয়,
বুলবুলি ফিরে আসবে, কাক তাড়াবো আজ খুব ভোরে।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন