বাআল এবং আফ্রিকান মাগুড়
লিখেছেন লিখেছেন মিলন মো রাকিব ২৭ মে, ২০১৩, ০১:৫২:০৩ দুপুর
বাস্তুতন্ত্রে সর্বোচ্চ স্তরের খাদকে টারসিয়ারী খাদক বলা হয়। কিন্তু বাআল এর থেকেও এক ধাপ উপরে। আফ্রিকান মাগুড়ের সাথে কিঞ্চিৎ তুলনা করা যায়।
এই মাগুড়রা যা পায় তাই খায়। কিছু না পাইলে নিজেরাই নিজেদের খায়।
বাআলও এমনই। হাট বাজার টেন্ডার সব কিছুই খায় এরা। কখনও কেউ ভাগ বসালে তাকেও খেয়ে ফেলে এরা।
বাআল এর অভ্যন্তরিন কোন্দলে, ক্ষমতার দাপটে বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধীদল ছাড়াও কতজনকে এরা খেয়েছে তার সংখ্যা অসংখ্য। এর মধ্যে নিজের দলের সংখ্যা কম না।
আজকের পত্রিকা থেকে এর একটি উদাহরণ দেই । বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগের নেতার দ্বারা দুইজন যুবলীগ নেতা খুন হয়েছে।
এ রকম আরোও অসংখ্য ঘটনা আছে। এখন আপনার বলেন এরা কি? কোন স্তরের খাদক ?
বিষয়: রাজনীতি
১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন