তারেকের পাশে আছে পাশে নেই.....
লিখেছেন লিখেছেন প্রশ্ন ২৯ মে, ২০১৩, ০৭:৫৩:২৭ সন্ধ্যা
ক্ষমতায় থাকার সময় তারেকের পাশে কত লোক অলোক .....। আজ ক্ষমতা নাই সত্য মিথ্যা দ্বারা বেষ্টিত । ক্ষমতায় গেলে ১৪ মামলায় খালাস পায় ,পায় ৭০০০/৮০০০ মামলার প্রত্যাহার,পায় ফাসির আদেশের মওকুফ আর কত কি ? রাজনৈতিক কথা বলায় ইন্টারপুলে দেশে আনার ব্যবস্থা আর কত কি ? একটু বিপক্ষে বললে মামলা এবং অন্যান্য সব রেডি ...শুধু যাবেন আসবেন।তখন তারেকের পাশে যারা ছিলো তারা কোথায় ? কস্ট ভোগ কারা করছে ? আজ যারা ক্ষমতায় তারা কাদের কস্ট দিবে ভবিষৎ ক্ষমতায় না গেলে? আমরা তোমরা , যার যা মনে আসছে ক্ষমতার দাপটে যা বলছি তা বিপরীতে কি হবে ? ইতিহাস পুনরাবৃত্তি হয় তার প্রমান বর্তমান তত্বাবয়াক ।মানুষ উলং করেছিলো বর্তমান যারা চায় না । "ফসল" বলে কত কি? আজ স্বাদে, স্বপ্নে বিভোর ২০২১ সাল পযন্ত কিভাবে থাকা যায় ।সব জিনিসের শেষ আছে । দেখতে হবে ........কি হয় ? মনে রাখতে হবে....সব কি হচ্ছে কি হবে? আসুন নিজে যা করব তা যেন অন্যের অসুবিদা না হয় তা করি ।
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন