@বিচার মানি তালগাছ আমার@

লিখেছেন লিখেছেন মুক্তমঞ্চ ২৫ আগস্ট, ২০১৩, ০৭:৪৯:০২ সকাল

বাংলার অজপাড়ায় পরিচিত শব্দটি আজ পরিচিত হচ্ছে সারা বিশ্বে, কারণ সেটা আমাদের দেশে এখন রাজনৈতিক ভায়া পরিনত হয়েছে। বাংলাদেশে গনতন্ত্র আজ স্বেরাতন্ত্রের মাধ্যমে বিলিন হয়ে যাচ্ছে।অথার্ৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে প্রধান সমস্যা হচ্ছে দুই নেত্রীর অনঢ় মনোভাব.তবে বিরোধী নেত্রী কিছুটা নমনীয় হলেও প্রধানমনন্ত্রী শেখ হাসিনা তার অবস্থানে অনঢ় রয়েছে সে সংলাপ চাই , বসতে চাই কিন্তু তালগাছ হাত রাখতে হবে এটাই তার বিষয়। তার এই অনঢ় মনভাবের কারণে দেশ আজ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এর এক মাত্র সমাধান দুই নেত্রীকে তাদের অনঢ় মনভাব থেকে বেরিয়ে এসে সংলাপে বসার কোন বিকল্প নাই। আর প্রধানমন্ত্রীকে সংবিধান নামক তালগাছ থেকে সরে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচন caretaker govt. মাধ্যমে নির্বাচন করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে উদ্ধ্যত আহবান জানাচ্ছি।

বিষয়: রাজনীতি

১৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File