হেফাজতেরা কেন ছবি নিয়ে মিডিয়া আসে না?
লিখেছেন লিখেছেন মুক্তমঞ্চ ১৬ মে, ২০১৩, ০৮:৪৬:১০ রাত
৫ মে দিবাগত রাত্রে যে হত্যাকান্ড ঘটানো হয়েছিল সেটা দেশের গণমাধ্যম তেমন গুরুত্বসহ করে প্রকাশ করেনি কিন্তু আন্তর্তজাতিক মিডিয়া বিশেষ করে আল-জাজিরা,বিবিসি, সিএনএন সহ বিভিন্ন মিডিয়া গুরুত্বসহ করে প্রকাশ করেছে। কিন্তু সরকার এটা আড়ার করার জন্য রেশমা নামক নাটক করে গণমাধ্যম ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিলো আর সরকার সহ বিভিন্নমহল থেকে বলা হচ্ছে কিছু দিন আগে সাভারে শত শত মানুষ মারা গেয়েছিল আর তাদের স্বজনেরা তাদের ছবি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এসেছিল কিন্তু হেফাজাতের হাজার হাজার শহীদ হওয়া পরে তাদের স্বজনেরা কেন আসছে না?
তার কয়েকটা যুক্তি দেখা তুলে ধরা হল,
১) আমরা দেখেছিল সাভারে যারা মারা গেয়েছিল তাদের লাশসহ বিশ হাজার টাকা স্বজনদের দেয়া হয়েছে কিন্তু হেফাজাতে লাশ সরকার করেছে আর যারা জীবন নিয়ে বাড়ি যাচ্ছিল তাদের তো বিভিন্ন স্থান থেকে গেফপ্তা করেছে।
২) সাভারের নিহত স্বজনদের সরকার সান্তনা দিয়েছে আর সেখানে হেফাজাতের চিহ্ণিত করে মামলা, রেমান্ড দিচ্ছে।
৩) হেফাজতের কোন লিস্ট নাই আর সাভারের গার্মেনস কর্মীদের তালিকা ছিল।
এইভাবে দেখা যায় বিভিন্ন কারনে তাদের ছবি গণমাধ্যমে প্রকাশ করার যাচ্ছে না যদি পতা প্রকাশ করা হয় তাহলে সরকার মনে হয় তাদের চিহ্ণিত করে তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে গণহত্যার পরির্বতে ব্যক্তি হত্যা করছে।
বিষয়: বিবিধ
১৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন