৫শে মের গণহত্যা আড়ার করতে সরকারের কৌশাল ,

লিখেছেন লিখেছেন মুক্তমঞ্চ ০৮ মে, ২০১৩, ০১:০৬:১৬ দুপুর

গত ৫শে মে যে গণহত্যা চালানো সেটাকে আড়ার করার জন্য সরকার এই মূহূতে আরেকটা সংঘাত সৃষ্টি করতে চাচ্ছে আর তা হল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।কারণ আমরা দেখেছি এর আগে যে কয়েটি মামলার রায় হয়েছে তাতে সংঘাত সৃষ্টি হয়েছে। আর এই কৌশাল আজ নতুন নয় এর আগেও আমরা দেখেছি যখনই কোন বড় ধরনের সমস্যা হয়েছে তখনই সরকার সেটা আড়ার করার জন্য এই কৌশাল অবলম্বন করে আসছে। এছাড়া আরেকটি কারণ হল বিরোধী ১৮ দলীয় জোট যখন ৪৮ ঘন্টা আলটিমেটাম শেষে ২ দিনের হরতাল চলছে এবং পরবর্তীতে সরকার পতনের কঠোর আন্দোলনের আভাস পাচ্ছে ঠিক সেই মূহূতে সরকার জামাত-শিবির দিয়ে বিশৃংখলা করতে চাই। আমাদের সবার জানা যে মিডিয়া যতক্ষন কোন ঘটনা প্রচার করে ততক্ষণ সেটা নিয়ে সবাই তৎপর থাকে আর মিডিয়া যখন সেটা প্রচার কমিয়ে দেয় তখনই সেটা ধামাচাপা পড়ে যায় কিছু দিন আগে সাভার ট্রাজেডির যে ঘঠনা ঘটেছে তা এখন অনেকটা চাপা পড়ে যাচ্ছে কারণ এখন মিডিয়া শাপলা চত্বর গণহত্যা নিয়ে ব্যস্ত সুতরাং বুঝা যায় অতীতে এমন ঘটনায় ঠিক একই কৌশাল অবলম্বন করা হয়েছিল।

বিষয়: রাজনীতি

১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File