কি ঘটেছিল গতকাল রাতে ?

লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ০৬ মে, ২০১৩, ০২:৫৭:০৩ দুপুর



*প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরু এলাকা অন্ধাকার

করা হল....

*তারপর সাংবাদিকদের লাইভ টেলিকাস্ট বন্ধ করা হল...

*তারপর চারপাশ থেকে পুলিশ, র্যাব, বি.জি.বি ও নেরি কুত্তার দল

ছাত্রলীগ ঘিরে ফেলল...

*নিয়ে আসা হল আইন-শৃঙ্খলা বাহিনীর মজুদ সব ধরণের অস্ত্র ও যুদ্ধ

যান....

*তারপর ক্লান্ত এবং কিছু সংখ্যক যুমন্ত ও কিছু সংখ্যক

জিকিরে মশগুল মানুষের উপর নির্বিচারে গুলি, গ্রেণেড, সাউণ্ড গ্রেণেড,

পিপার স্প্রে, টিয়ার সেল,জল কামান নিক্ষেপ করা হল....

*তারপর বন্ধ করা হল দিগন্ত টিভি ও ইসলামিক টিভি....

*তারপর ভোরের আলো ফুটার আগে সরিয়ে ফেলা হল সব লাশ,

মুছে ফেলা হল সব রক্ত...

*সর্বশেষ হাসিনার পা চাটা মিডিয়াদের দিয়ে বলাচ্ছে, তেমন কিছু হয়

নাই...ভয়ে হেফাযত কর্মীরা পালিয়েছে। হেফাযতের আন্দোলনে অংশ

নেয়া বেশির ভাগ নাকি শিশু.... মায়ের কোল থেকে জোর

করে ছিনিয়ে আনা হয়েছে!!!

>> হলুদ মিডিয়া নিয়ে বলার কিছু নাই... হাসুর পা চাটাইতো ওদের

ধর্ম।

>> হাসুকে নিয়াও বলার কিছু নই...নাস্তিকদেরপা চাটাই হাসুর ধর্ম।

>> তবে হলুদ মিডিয়ার ভক্ত এবং গণহত্যায় উল্লাসিত

ব্যক্তিরা নাস্তিক না আস্তিক সেটা নিয়ে তর্ক অপ্রয়োজন, কারণ

এটি এখন মিমাংশিত বিষয়.... তর্ক হতে পারে তারা মানুষ নাকি অন্য কিছু।

আমি মনে করি:

বিষয়: রাজনীতি

১৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File