জাগ্রত বিবেক।

লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ৩০ এপ্রিল, ২০১৩, ০৭:২১:৫০ সন্ধ্যা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম-এই লোকটাকে আমি ব্যক্তিগত

ভাবে খুব অপছন্দ করি

কিন্তু আজ এই লোকটার সুরে সুর

মিলিয়ে চিত্কার দিতে অনেক বেশি ভালো লাগছে তার

একটা যৌক্তিক কারণ আছে তা হচ্ছে উনি বলেছেন, সাভারের

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের প্রত্যেককে ১

কোটি টাকা করে টাকা দেয়া হোক।

সাভারের হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের প্রত্যেককে ১ কোটি করে মোট ৬০০

কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া যেতে পারে।

এই টাকার মধ্যে অর্ধেক

অর্থাৎ ৩০০ কোটি টাকা দিবে রানা প্লাজার মালিক সোহেল রানা।

বাকী ৩০০ কোটি টাকা আনুপাতিক হারে পাঁচ গার্মেন্টস মালিক বহন

করবে।হোক, একটা দৃষ্ঠান্ত স্থাপিত হোক।

— কারখানার যে বাবা বা যে মা মারা গেল, যে কোনো দিন আর

বাবা বা মা ডাক শুনতে পাবে না; যে শিশুটিও কোনো দিন আর

বাবা বলে কাউকে ডাকতে পারবে না; কে দেবে তার মূল্য?

তবুও

জানি জীবন এগিয়ে যাবে। জানি বলেই দাবি করছি, দেওয়া হোক। এক

কোটি টাকার সামান্য ক্ষতিপূরণটাই দেওয়া হোক।৷

বিষয়: রাজনীতি

১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File