সাব্বাস, বাঘের বাচ্চা
লিখেছেন লিখেছেন ফেরদৌস বাপ্পি ২৯ এপ্রিল, ২০১৩, ০৩:৩৩:১৩ দুপুর
সাব্বাস, বাঘের বাচ্চা। জীবনের চেয়ে ইজ্জত বড়।
জীবন
দিবো তবু ইজ্জত দিবো না।
ব্রিটিশ দৈনিক
দ্যা টেলিগ্রাফ
জানিয়েছে সাভারে উদ্ধার তৎপরতায় সাহায্য
দিতে চেয়েছিলো যুক্তরাজ্য এবং জাতিসংঘ কিন্তু আমাদের
পররাষ্ট্রমন্ত্রী তা প্রত্যাখান করছে দেশের
ভাবমূর্তি রক্ষার অজুহাতে।
একটা টর্চ এর জন্য জন্য যখন সাধারন জনগনের
কাছে হাত
পাততে হয় তখন ভাবমূর্তি কই থাকে?
একটা অক্সিজেনের সিলিন্ডারের জন্য যখন সাধারন
জনগনের
কাছে হাত পাততে হয় তখন ভাবমূর্তি কই থাকে?
ওষুধ এর জন্য যখন সাধারন জনগনের কাছে হাত
পাততে হয়
তখন ভাবমূর্তি কই থাকে?
পানির জন্য যখন সাধারন জনগনের কাছে হাত
পাততে হয়
তখন ভাবমূর্তি কই থাকে?
স্যালাইনের জন্য যখন সাধারন জনগণের কাছে হাত
পাততে হয় তখন ভাবমূর্তি কই থাকে?
শুকনা খাবারের জন্য যখন সাধারন জনগনের কাছে হাত
পাততে হয় তখন ভাবমূর্তি কই থাকে?
যখন ৪০০ লাশের খবর
সাড়া বিশ্বে ছড়িয়ে গেছিলো তখন
ভাবমূর্তি কই ছিল?
যখন পিলারের নিচে চাপা পড়ে দিনের পর দিন শ্রমিকরা আর্তনাদ করছে তখন ভাবমূর্তি কই
ছিলো?
একটা ভবনের উদ্ধার কাজ চালাইতে যখন প্রায় এক
সপ্তাহ
সময় চলে যায় তখন ভাবমূর্তি কই থাকে?
৪০০ মানুষের জীবনের চেয়ে ভাবমূর্তি বড়, ওহ স্যরি তারা তো মানুষ না। তারা হল শ্রমিক।
যদি কয়েকহাজার রাজনীতিবিদ কে নিয়ে একটা ভবন
ধ্বসে পড়তো তাইলে না হয় সাহায্য নেওয়া যাইতো।
শুধু শুধু
কি দরকার এই কয়েকজন শ্রমিকের জন্য
ভাবমূর্তি নষ্ট করা। আমরা গরীব হতে পারি কিন্তু অবস্থা ভালো।
বিষয়: রাজনীতি
১২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন