বিজয় চিনিয়ে আনব এবার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ হাসান ০৪ মে, ২০১৩, ০৭:০৭:০০ সন্ধ্যা

লংমার্চ করেছি মোরা

অবরোধ করব ঢাকা,

জ্ঞানপাপীরা প্রশ্ন করে

কোথায় পেলাম টাকা।

এই নিয়ে যাদের কাছে

লাগে মাথা ব্যাথা,

শোনে রাখ তোরা হলি

আস্ত একটা বোকা।

উদার মনের মুসলমানরা

দান করে যায় ক্যাশ,

আমজনতার টাকাই হচ্ছে

এই মিটিং-মিছিল ও সমাবেশ।

অবরোধে বাঁধা দিলে

করব তাদের শেষ,

প্রমাণ হবে কারা এবার

গুটিয়ে যাবে লেজ।

হেফাজত ইসলাম বিরোধীরা

হয়ে যাও হুশিয়ার,

আহমদ শফী ডাক দিয়েছে

ঢল নেমেছে জনতার।

ষড যন্ত্র করলে যদি

মুরগী চোরা শাহরিয়ার,

কাফন ছাডা দাফন করব

সময় পাবিনা পালাবার।

আর নয় প্রতিবাদ

প্রতিরোধ করব মোরা দুর্বার,

রাজপথ কাঁফিয়ে তুলব

বীর মোজাহিদ বাংলার।

১৩দফা না মানলে

নহে মোরা থামবার,

সম্মূখ পানে এগিয়ে যাব

বিজয় চিনিয়ে আনব এবার।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File