আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না

লিখেছেন লিখেছেন এম_আহমদ ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫৫:৫১ বিকাল

কসম

কবি আব্দুল হাই শিকদার

____

আমি সিরাতুল মুসতাকিমের ভাষায় বলছি

আমি কোরআন বেদ বাইবেল ত্রিপিটকের উপর হাত রেখে বলছি,

আমি আমাদের উর্বর শস্যক্ষেত্র,নিসর্গ নীলাকাশের নামে বলছি,

আমি উত্তরের একলা নদী দুধকুমারকে স্পর্শ করে বলছি,

আমি আমাদের মহান পুর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের শপথ করে বলছি

আমি আমার সকল সামর্থ্যকে একত্রিত করে বলছি ... লিঙ্ক

কবি আব্দুল হাই শিকদারের ‘কসম’ কবিতার প্রথম কয়েকটি লাইনের ব্যাপারে পাঠকদের সতর্ক করতে চাই। একমাত্র আল্লাহ ছাড়া আর কারও নামে শপথ বা কসম করা জায়েজ নয়। ঘটনা যা’ই হোক, আবেগ যা'ই হোক, উদ্দেশ্য যেটাই হোক, কোনো প্রেক্ষিতেই এই কাজ ঠিক নয়। এখানে poetic license ও ব্যবহার করা যাবে। বেশি কিছু লেখার সময় হাতে নেই, তাই এতটুকু ই থাক।

বিষয়: বিবিধ

১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File