দূরের স্মৃতি

লিখেছেন লিখেছেন এম_আহমদ ০৩ জুন, ২০১৩, ১১:৩৭:৩৪ রাত



এসো স্মৃতি

এসো কালের জানালা বেয়ে

এসো নানা আলোকে

এসো মনের মন্দিরে ধেয়ে ধেয়ে।

মোর মুক্ত মনের দুয়ারে এ বেলা শুনি

কোন সুদূরের ধ্বনি!

অন্তর পানে নয়ন মেলিয়া দেখি

ধ্বনিগুলো যেন কালের ওপারে বসি

তুলিতেছে অনুরণি:

যেখানে আনন্দরাজি অমনিতে করে খেলা,

যেখানে প্রেম কোলাহল হয়ে অম্বরে দেয় দোলা,

যেখানে বিমলের আলো অপরূপ হয়ে সাজে,

যেখানে মনের না-বলা কথা কোমল ধ্বনিতে বাজে,

সেখান হইতে বুঝি আসে ধ্বনিগুলো জাগাইতে মনে দোলা,

অতীতের সব মুক্তা লইয়া আবার করিতে খেলা।

আহা, সেদিনের অতীত খেলা:

সেই প্রভাত আনন্দ লগন; সেই উদাস মধ্যবেলা;

দিনান্ত-সুরুজের ডুবু ডুবু কাল সোনালী আলোর মেলা;

আহা, সেই ধ্বনিগুলো! সেই অসংখ্য চিত্রলেখা:

মা, বাবা, ভাই, বোন, ‘চার আনা চাই মা’, ‘না বাবা দু’আনা’।

তারপর মার্বেল, বড়শি, ভেলা,

আর কত পাওয়া, না পাওয়া ... সেই অতীতের খেলা।

এসো মোর স্মৃতি

এসো মনেতে জাগাতে দোলা

এসো মোর জানালা আজিকে খোলা।

শনিবার, ১২/০২/২০১১

________________

অন্যান্য

(১) তারে ধরিতে না পারি

(২) বিমূর্ত লাল

(৩) অনন্ত কালের দিকে তাকালাম

বিষয়: সাহিত্য

১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File