কালের দিকে তাকালাম
লিখেছেন লিখেছেন এম_আহমদ ০২ জুন, ২০১৩, ১২:১৮:৩৫ রাত
অনন্ত বহমান কালের দেহের দিকে তাকালাম।
দেখলাম তার রঙ, তার রূপ, তার আলো।
মনে হল আমি তার ভিতরে,
তারপর মনে হল, না বাহিরে।
তাপর মনে হল, না বরং বাহিরে-ভিতরে।
তারপর তা’ও মনে হল ভুল, বিষয়টা অন্য কিছু।
আমি যেন তার স্রোতে সদা ভাসমান
অথবা সে যেন অতি দ্রুত গতিতে
আমার সত্তা ভেদ করে অনন্তাভিমুখে এক বিমূর্ত বস্তু, চলমান।
তারপর আবার তাকালাম।
দেখলাম, সে দ্রুত এবং অতি মন্থরও
গত দশ বৎসর মনে হল যেন দশের কিছু না
বিগত চল্লিশ বৎসরও যেন সংখ্যার কিছু না
কিছু কাল যেন অনেক দূরে,
কিছু কাল যেন অতি নিকটে,
কাল যেন বিগত ক' দশক থেকে দ্রুত হয়ে গিয়েছে।
আমি কালের সাথে দৌঁড়াতে দৌঁড়াতে হয়রান হয়ে পড়েছি।
একজন বললো, বয়স কত?
আমি বললাম, বড় মুস্কিলে ফেললেন।
সে বললো, আহা বুঝেছি, বলতে চাননা বুঝি?
বললাম, আরে ভাই, কত অনন্ত কাল ধরে মনে হয় এখানে
তবে আরেক হিসেবে কালই কেটেছে আমার শৈশব।
সে বললো, জিজ্ঞেস করে যেন মুসিবতে পড়লাম।
আপনার ব্য়স নিয়ে আপনি থাকুন। আমার জানার দরকার নেই।
আমি হাসলাম। সে চলে গেল।
আমি কালের গোলমালে কোন এক অজানা ভাবে হারিয়ে গেলাম।
__________
অন্যান্য
বিমূর্ত লাল (কবিতা)
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন