বিমূর্ত লাল

লিখেছেন লিখেছেন এম_আহমদ ০১ জুন, ২০১৩, ০৩:৪৬:৫৮ রাত



আজ মোর ঘরে কেন এত রক্ত, এত গোস্ত

এত কান্না: কেন এত জিঘাংসা করে হানাহানি

কেন শীতলতা নেই, কেন এত অগ্নি, কেন দানাদানি হানাহানি?

কেন প্রেম-শূন্য চিতে এত ঘৃণা, কেন আতশির বাস

কেন বিশ্বাস হেরে নাসিকা রন্ধ্রে ওঠে ক্রোধের নিঃশ্বাস?

দেখ কাঁদিনী-বিহীন শূন্য মৃত-গেহ, শিন শিন করে বায়

দেখ পড়শি এসে লবণ ছিটায়ে চোখে, কাঁদিয়া লুটায়!

দেখ কখনো নিমরূদ, কখনো ফেরাউন, কখনো রুশ-কমিনিস

দেখ কখনো তন্ত্র এই, কখনো তন্ত্র সেই, কখনো বা সসিলিস

এত রক্ত, আহা, লালে লাল,

সবুজের মাঝে বৃত্তাকারে সাজে দেখ নেনিনিস লাল

কালের আচল-পিছনে দেখ লালেরা বিছায়েছে জাল

গোপনে গোপনে লালের যুদ্ধ ছড়িয়েছে সুবিশাল

প্রতীকীতে দেখ শাহবাগীরা আজ সজ্জিত লালে লাল।

দেখ পিছনে পিছনে হাঁটে কে,

দেখ রাত-দিন ফিরে কে, ঘৃণা-বিদ্বেষ নিয়া

দেখ কবি দেখেছিল যারে, সেই লা’ল, খুন কিয়া খুনিয়া

বলেছিল সে, নীল সিয়া … লালে লাল দুনিয়া,

বলেছিল, আম্মা! লা’ল তেরি খুন কিয়া খুনিয়া

আজ দেখ আম্মার সব লা’ল খুন কিয়া খুনিয়া!

দেখ পুতুল-পূজারি লাল-টুপী পরিহিত, দেখ দেশ-ভক্তির চিত,

দেখ রহম-বিহীন কাফির মুনাফিক রচিছে ঘৃণা-বিদ্বেষের ভীত

দেখ রক্তে-গোস্তে সবই একাকার,

দেখ পিচাশ করিছে যে কি, দেখ মাতৃ-চিত্তের জ্বলন্ত হাহাকার!

বিষয়: বিবিধ

১৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File