এটা কী সরকারের দ্বিমুখী আচরণ নয়?
লিখেছেন লিখেছেন সাইফ সানি ০২ মে, ২০১৩, ০৯:২৬:২৮ রাত
সাভারের পৌর মেয়র কে রানা প্লাজা ইস্যু তে জড়ানো হবে এটা আগেই অনুমিত ছিলো। বাংলাদেশের সবারই জানা আছে যে দল ক্ষমতায় থাকলে প্রশাসক অন্য দলের হলেও সব কাজ সহজেই হয়ে যায়। রেফাতুল্লাহর আসলেই জড়িত কিন প্রমানিত নয়। তবে ২০০৬ এর ততকালীন নগর পরিকল্পনাবিদদের একজনের ফেবু স্ট্যাটাস থেকে জানতে পারলাম রানা প্লাজার কাজ ২০০৬ পর্যন্ত বন্ধ ছিলো। ২০০৯ সালে সরকারী দলের প্রভাব খাটিয়ে রানা সাহেব তার বিল্ডিং খানা ৯ তলা পর্যন্ত করে নেন, অবশ্যই বিনা পৌরসভার বিনানুমতিতে। উল্লেখ্য যে, ঐ পরিকল্পনাবিদ তখন সাভারে কর্মরত ছিলেন।
স্থানীয় আওয়ামী লীগের সাংসদ মুরাদ জং এখনো গ্রেফতার হননি; যদিও ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সন্ত্রাসী সোহেল রানাকে লালন করার অভিযোগে প্রায় সব মহল থেকেই মুরাদ জং’কে গ্রেফতারের দাবি উঠেছে; কিন্তু এ বিষয়ে সরকার নিরবতা পালন করছে। অন্যদিকে, সাভারের পৌর মেয়র রেফাত উল্লাহ বিএনপি সমর্থক হওয়ায় তাকে বরখাস্ত করতে দেরি করলো না সরকার। এটা কী সরকারের দ্বিমুখী আচরণ নয়?
বিষয়: রাজনীতি
১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন