কাউন্সিলর পদেও ধরাশায়ী আ.লীগ প্রার্থীরা

লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ১৬ জুন, ২০১৩, ০৮:৩২:৩৮ সকাল

চারটি সিটিতেই ১৮দল সমর্তিত প্রার্থীরা বিজয়ী হয়েছে । চলুন এবার একনজরে দেখি কাউন্সিলর দের অবস্থা ।

সিলেটে কাউন্সিলর পদেও ধরাশায়ী আ.লীগ প্রার্থীরা : ২৭টির মধ্যে বিএনপি ১১, আ.লীগ ৬, জামায়াত ৩, নির্দলীয় ৬

মেয়র পদে ভরাডুবির পর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি কাউন্সিলর পদেও ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গতবার ১৪টি আসনে কাউন্সিলরনির্বাচিত হলেও এবার আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন মাত্র ৬ আসনে। সবচেয়ে বেশি ১১টি আসন পেয়েছে বিএনপি। এছাড়া জামায়াত ৩ এবং নির্দলীয় প্রার্থীরা জিতেছেন ৬টি আসনে। একটিতেদুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হওয়ায় ফলাফল নির্ধারিত হয়নি।

১ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদি আওয়ামী সমর্থিত প্রার্থী মিশকাতুন নূরের চেয়ে ৬৮ ভোট বেশি পেয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থী রাজিক মিয়াতার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ ভট্টাচার্যের চেয়ে ৭ ভোট বেশি পান। ৩ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী এসএম আবজাদ। ৪ নম্বর ওয়ার্ডে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েছ লোদী, ৫ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী রেজোয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী ফরহাদ রেজা চৌধুরী শামীম, ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত নজিবুররহমান নীরু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সাইয়েদ আবদুল্লাহকে পরাজিত করেন। ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামীপন্থী ইলিয়াসুর রহমান আরেক আওয়ামী সমর্থিত ক্যাডার জগদীশকে পরাজিত করেন। ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত মখলিছুর রহমান কামরান সতন্ত্র প্রার্থী নজরুলইসলাম বাবুকে পরাজিত করেন। ১০ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমদ, ১১ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম ঝলক, ১২নম্বর ওয়ার্ডের বিএনপি প্রার্থী সিকন্দর মিয়া, ১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী শান্তনু দত্ত শান্ত, ১৪ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম জয়ী হন। ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী ছয়ফুলআমীন বারেক, ১৭ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী দেলোয়ার হুসেন সজীব, ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত উজ্জ্বল মিয়া, ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির দিনার হোসেন হাসু, ২০নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত আজাদুররহমান আজাদ বিজয়ী হয়েছেন। ২১ নম্বর ওয়ার্ডে নির্দলয়ী প্রার্থী আবদুর রকীব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সৈয়দ মিছবাহুল আলম আওয়ামী সমর্থিত অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিমকে পরাজিত করেন।

২৩ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আওয়ামী সমর্থিত প্রার্থী মোস্তাক আহমদ। ২৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের সোহেল আহমদ রিপন আওযামী সমর্থিত প্যানেল মেয়র শাহজাহানকে পরাজিত করেন। ২৫ নম্বর ওয়ার্ডে নির্দলীয় প্রার্থী তাকবীর ইসলাম পিন্টু, ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ তৌফিক বক্স, ২৭ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত নজরুল ইসলামবিজয়ী হন।

এছাড়া ১৬ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থী জামান আহমদ ও নির্দলীয় প্রার্থী আবদুল মুকিত জাবেদ সমান ভোট পেয়েছেন ।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে ২১টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। মাত্র ৭টিতে আওয়ামী লীগ, ১টিতে জামায়াত ও ২টিতে স্বতন্ত্রপ্রার্থীরা জিতেছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে মো. শাহাদাত মিনা (আ.লীগ), ২ নং ওয়ার্ডেমো. সাইফুল ইসলাম (বিএনপি), ৩ নং ওয়ার্ডে মো. আবদুস সালাম (আ.লীগ), ৪ নং ওয়ার্ডে মো. কবীর হোসেন কবু মোল্লা (বিএনপি), ৫ নং ওয়ার্ডে এসএম হুমায়ুন কবীর (বিএনপি), ৬ নং ওয়ার্ডে শেখ শওকত আলী (বিএনপি), ৭ নং ওয়ার্ডে মো. সুলতান মাহামুদ পিন্টু (বিএনপি), ৮ নং ওয়ার্ডে মো. শহিদুর রহমান (আ.লীগ), ৯নং ওয়ার্ডে শেখ জাহিদুর রহমান (বিএনপি), ১০নং ওয়ার্ডে ফারুক হিলটন (বিএনপি), ১১নং ওয়ার্ডে মো. ইউনুস আলী সরদার (বিএনপি), ১২নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান মনির (বিএনপি), ১৩নং ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ টোনা (আ.লীগ), ১৪নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ(বিএনপি), ১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না (আ.লীগ), ১৬নং ওয়ার্ডে আনিসুর রহমান বিশ্বাস (বিএনপি), ১৭নং শেখ হাফিজুর রহমান হাফিজ (বিএনপি), ১৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান মনি (বিএনপি), ১৯নং ওয়ার্ডে আশফাকুর রহমান কাকন (বিএনপি), ২০নং ওয়ার্ডে শেখ মো. গাউসুলআজম (বিএনপি), ২১নং ওয়ার্ডে শামসুজ্জামান মিয়া স্বপন (আ.লীগ), ২২নং ওয়ার্ডে মো. মাহাবুব কায়সার (বিএনপি), ২৩নং ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না (স্বতন্ত্র), ২৪নং ওয়ার্ডে মো. শমসের আলী মিন্টু (বিএনপি), ২৫নং ওয়ার্ডে আলী আকবর টিপু (আ.লীগ), ২৬নং ওয়ার্ডে গোলাম মওলা শানু(স্বতন্ত্র), ২৭নং ওয়ার্ডে কেএম হুমায়ুন কবীর (বিএনপি), ২৮নং ওয়ার্ডে ওয়াহেদুর রহমান দিপু (বিএনপি), ২৯নং ওয়ার্ডে গিয়াসউদ্দীন বনি (বিএনপি), ৩০নং ওয়ার্ডে মুহা. আমানউল্লাহ আমান (বিএনপি) ও ৩১নং ওয়ার্ডে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল (জামায়াত)।

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File