আমি সাম্প্রদায়িক তবে..
লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ০৮ মে, ২০১৩, ১১:০৮:৩১ সকাল
আমি সাম্প্রদায়িক মানুষ ...... আমি পাচ ওয়াক্ত নামাজ পড়ি। শরীয়ত মেনে চলি। সকল ধর্মকে শ্রদ্ধা করি। কোন ধর্মকে ঘৃনা ও অবহেলা করিনা। সব মানুষ আমার কাছে সমান। আমি সবার বিপদে এগিয়ে আসি।আমি অশ্লীলতাকে প্রশয় দেইনা। বেহায়াপনা, আধুনিকতার নামে প্রকাশ্যেযৌনাচার থেকে বিরত থাকি। সব মানুষকে তার ধর্ম ও ধর্মগ্রন্থ মেনে চলার পরামর্শ দেই। আল্লাহ ও তার রাসুলের বিধানকে আকড়ে ধরে বিশ্ব মানবতার জন্য কাজ করে যাই। কেউ যদি অন্যায়ভাবে আমারউপর আঘাত করে, আমি তাকে ২ বার ক্ষমা করি কিন্তু ৩ বারের সময় চরম প্রতিশোধ গ্রহন করি।
আর যারা অসাম্প্রদায়িক ...... তারা লোক দেখানো ধর্ম মানে। তারা আধুনিকতার নামে অশ্লীলতাকে সমাজের শিরা উপশিরায়ছড়িয়ে দিচ্ছে। তারা যে ধর্মেরই হোক, তাদের ধর্ম গ্রন্থের পুর্নাঙ্ঘ অংশ মানেনা। তারা শয়তান দ্বারা প্ররোচিত হয়ে ‘আল্লাহর জ্ঞানের’ উপর কথা বলে। তারা দেশকে প্রগতিশীল বানানোর লক্ষ্যে দেশকে পিছে ঠেলে দেয় যেমন: বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন