আজ ওরা সেই ছোট্টটি আর নেই
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৮ অক্টোবর, ২০১৪, ০৯:৪১:৩১ সকাল
সে বছর কজন বন্ধু মিলে ছোট্র একটা দোকান দিয়েছিলাম। আমি ও এবং সে। বেশি কিছু নয় বাচ্চাদের খেলনা আর সস্তা মোয়া, লাড্ডু, নাড়ু জাতীয় খাবারের দোকান। ওরা দুজন তখন বেশ ছোট। একজনের দুই আর একজনের চার বছর হবে হয়ত। ওরা দু’বোন রোজ আমার দোকানে লাড্ডু খাবার লোভে আসত। তাদের কাছে তখন আমার সেই রকম জনপ্রিয়তা। ছোট ভাইয়া মানেই দোকান আর হরেক রকমের খাবার। মাঝে মধ্যেই বাড়িতে আমাদের ছোটখাটো ইলেকশন হয়ে যেত। ভাইয়া আর আমি ক্যান্ডিডেট। ভোটার ছোট দুই বোন দুই আর চার। আমি বলতাম তোমরা কার দলে ? হলপ করে বলতে পারি যতদিন আমার দোকানের পূঁজি শেষ হয়নি ততদিন তারা আমার দলেই ছিল। এ নড়চড় হবার নয়। তারা সমস্বরে চেঁচিয়ে বলত আমরা ছোট ভাইয়ার দলে। কারণ আর কিছুই নয়। ঐ যে লাড্ডু আর মোয়া খাইয়ে আমি তাদের ভোট কিনে নিয়েছি! আজ ওরা সেই ছোট্টটি আর নেই, আমরা ও দু’ভাই বাড়িতে খুব একটা যাই না। সব মিলিয়ে এক শূন্যতার মাঝে বড় হচ্ছে ওরা। শুনছি পড়ালেখায় খুব মনোযোগী। দু’জনকে এক ক্লাসে ভর্তি করে দিয়েছি যাতে প্রতিযোগিতাটা আমাদের ঘরের মধ্যেই হয়। একবার সিনিয়র ফার্স্ট হয় তো একবার জুনিয়র। আর খুনসুটি, ঝগড়াঝাঁটি তো আছেই। ওরা আমার স্বপ্ন। অনেক বড় হবে ওরা অবয়বে নয় ব্যক্তিত্বে। আমার স্বপ্নের যাত্রা ওদের দিয়েই শুরু। আরও আছে। তাহলে আজ আর লিখে কাজ নেই, কি বলেন?
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন