না ফেরার দেশে চলে গেলেন পিয়াস করিম স্যার

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৩ অক্টোবর, ২০১৪, ০৮:৫২:৪২ সকাল



মাস খানেকই আগে হবে বোধ হয় প্রেস ক্লাবের ভি আই পি লাউঞ্জে সর্বশেষ তার সাথে দেখা, খুবই ব্যস্ত মানুষ; তারপরও তরুণ শিক্ষার্থীদের আহবানে কখনো না করতেন না। স্বৈরাচার, জালিম , নাস্তিক্যবাদীদেরকে তিনি তার জ্ঞানগর্ভ কথা ও যুক্তির ধারে ধরাশায়ী করে দিতেন সবসময়। আজ সকালে শুনলাম প্রিয় মানুষটির হাসিমাখা মুখের উপর বসানো মিটিমিটি চোখ দুটি বন্ধ হয়ে পরপারে গিয়ে খোলার অপেক্ষায়। আসলে ভাল মানুষগুলি এমন হঠাৎ করেই কাউকে বুঝতে না দিয়ে চলে যায়। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদিও খুব বেশি জানি না। তবু দোয়া করছি আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে তার সাথে আলমে বরযখে সুন্দর ব্যবহার করেন।

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273812
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৬
তহুরা লিখেছেন : বিশ্বাস হচ্ছে না!!!
ইন্নালিল্লাহ... আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুক।
273814
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৭
নিরবে লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।
273821
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৫
বন্যা ইসলাম লিখেছেন : ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবা অ্যাডভোকেট এমএ করিম একাত্তরে ছিলেন কুমিল্লা জেলা শান্তি কমিটির একজন নেতা।
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৫
217894
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : বলার উদ্দেশ্য ?
273826
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৩
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ ভুলত্রুটি ক্ষমা করে উনাকে বেহেশতে নসীব করুন।
তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলেই আমার মনে হচ্ছে।
273827
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৭
ফেরারী মন লিখেছেন : জানি মৃত্যুর কোনো সময়ক্ষণ নেই তারপরও আমিও বিশ্বাস করতে পারছি না এমন একজন জীবন্ত মানুষ এই অসময়ে চলে যাবেন। Sad তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি যেন আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। Praying
273864
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আর যখন সময় এসে যাবে- এক মুহূর্তো দেরী করা হবেনা...

প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত আগামীর জন্য সে কী পাথেয় সঞ্চয় করে পাঠিয়েছে..


আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন ও জান্নাতনসীব করুন
273919
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৫
ইবনে আহমাদ লিখেছেন : আমাদের সকলের জন্য একটি শিক্ষা। আমি মনে করি কেউ আমরা ভাবিনি। স্যার এভাবে চলে যাবেন।
তাই আগামীর জন্য আমাকে আপনাকে চিন্তা করা প্রয়োজন।
কি রসদ যোগাড় করেছি। আপনাকে মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File