"সমর্পণ"

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৩:২৬ রাত



জীবন গাড়িটা যে চালাতেই হবে আগে এতটা বুঝিনি,

যখন বুঝলাম দেখি ঢের দেরি হয়ে গেছে। যাদের কাছে পৌছবার কথা ছিল তারা সব যোজন-যোজন না , না সহস্র আলোক বর্ষ দূরে চলে গেছে। পিছে ফেলেছে কিছু পদচিহ্ন,

তোমার সে পায়ের ধুলি পথ থেকে তুলে মাখি সারা গায়, জড়িয়ে আসে গাড়ির দু’চাকার গতি। সময় আমাকে করেছে মূক, তাই তো মৌনব্রতকে নিয়েছি বেছে, আর সব দুঃখ উজাড় করে দিয়েছি দিনের পর আসা রাতকে। হৃদয়ের মাঝে আকুলতার ঢেউ ওঠে যবে, পৃথিবীর সব কিছু মিছে মনে হয়, আর কিছু পারিনা, নিজেকে সঁপে দিই তাঁর অদৃশ্য চরণতলে।

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265629
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৯
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
265708
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৯
ফেরারী মন লিখেছেন : পুরো দস্তুর সাহিত্যিকী ভাষা। লেখায় না পাওয়ার বেদনা যেন আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
265935
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৪
বাজলবী লিখেছেন : জাজাকাল্লাহ খাইর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File