"নিবেদন"
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩১ আগস্ট, ২০১৪, ১২:৫৭:০৮ রাত
- হয়ত তোমার চেয়ে আমি অনেক ছোট; তবে তুমি যদি সূর্য হয়ে আলো দাও যুগ যুগ ধরে সে আলোর প্রতিফলন ঘটাতে পারব বলে আমার বিশ্বাস
"নিবেদন"
.........................................................................
রাতের আকাশে শত কোটি তারা আমি ধ্রুবতারা হব
তিমির আধারে পথহারা জনে পথ যে আমি দেখাব
তুমি হয়ো সখী পাশে থেকে মোর আলোর উৎস নভে
আলো দিও আর দিও প্রেম তুমি বাঁচিয়ে রাখতে ভবে
হলাম না হয় চাঁদ আমি তাই তোমার আলো লয়ে
উদার মনেতে বিলাইও আলো তুমি সূর্য হয়ে
চাঁদকে সবাই বাসে ভাল আর চায় তাঁকে কাছে পেতে
চাঁদের নিজের নেই আলো তবু কিবা যায় আসে তাতে
আমার যা কিছু সবই যে তোমার বলতে নেই যে দ্বিধা
তুমি ছাড়া আমি নই কিছু জেনো বলছি এ কথা সিধা
যদিও তুমি জানোনা আজ আমিই সেই সে কবি
যার মন তুমি করেছ দখল তবু না করেছ দাবি
বলব বলব করেও আজো হয়নি বলা সে কথা
হয়তবা বলা হবেনা কো কভু শুধু রয়ে যাবে ব্যথা
ভীতু নই আমি জেনে দেখ তুমি শুধুই তোমার তরে
হারতে চাইনি তাই চেপে গেছি হৃদয়ের আকুতিরে
প্রভুর কাছে এই নিবেদন হে খোদা পরওয়ার
তাওফিক্ব দাও তাকে তুমি এই হৃদয়ের ভাষা বুঝিবার।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন