স্বপ্নকে বাচতেই হবে
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২১ আগস্ট, ২০১৪, ০৬:৫৫:২৫ সকাল
ওর চোখের নীরব চাহনীর মাঝে যে স্বপ্নের জাল বুনতে দেখেছি
সে স্বপ্নই আমাকে ঘুমাতে দেয়নি রাতের পর রাত, শুধু টেবিলে মাথা লাগিয়ে দু’দণ্ড বিশ্রাম ছাড়া।
তাই তো আজ চোখের নিচে জমে আছে কত কথা
হয়ত বা একদিন শেষ হবে অপেক্ষার প্রহর
ঝরণার পাশে দাঁড়িয়ে শুরু হবে নীরবতার শেষ মুহুর্তটি
নতুবা সবই কল্পনার ক্যানভাসে হৃদয়ের তুলিতে আঁকা ছবিতে
একদিন বর্ষার জলে ভিজে, তেলে আর জলে মিলে হবে একাকার
শুধু মুছে যাবে তব পট, এতেই কি শেষ?
চাই না একটি স্বপ্নের মৃত্যু হোক, যার জন্য রাতের পর রাত জেগে থাকা
বইয়ের পাতায় চোখের কাজল মাখা নোনা অশ্রু শুকিয়ে থাকা
দিনের পর দিন কি বোর্ডের বুকে খটাখট।
শুধু কবি আব্বাস বিন আহনাফের সুরে সুর মিলিয়ে গেয়ে উঠি فَيا رَبُّ قَرِّب دارَ كُلِّ حَبيبِ
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
“বিয়েঃ স্বপ্ন থেকে অষ্ট্র প্রহর”
মন্তব্য করতে লগইন করুন