ছবি দেখে নয়, সামনা সামনি দেখেই বিয়ে করুন
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১২ আগস্ট, ২০১৪, ০১:০৭:৫৯ রাত
মনে হয় কবি-সাহিত্যিকদের চোখে কোন নারীই অসুন্দর নয়। চোখে অসুন্দর হলেও লেখাতে তা দেখা যায় না। যে কোন চরিত্রকেই সুন্দর মানানসই গড়ন, ধরণ, চলন দিতে তাঁর অকৃত্রিম দানের হাত। যদি Photoshop মানুষ হত তাহলে সে ই হত সবচেয়ে বড় কবি (কবিরাজ) আর সাহিত্যিকদের বড় সাহিত্যিক। এক বঙ্গললনাকে বাস্তবে দেখেছি; মেকাপের কড়া প্রলেপে পাদ-প্রান্ত না দেখে গাত্রবর্ণ ঠাউরানো দায়। তাকেই ফটোশপ ঠাকুরের কল্যাণে অন্তর্জালে (Internet) দেখলাম, দেখে প্রথমে বলতে ইচ্ছে হচ্ছিল “মরি মরি কন্যা তব কি রূপ” । কিন্তু চিনতে পেরে কমেন্ট করলাম কি জানেন? কিউট, নাইচ তাই না? উহু ! আমি অতটা পাগল নই তাই লিখলাম “দুরের বাদ্য যতই বাজুক মাঝখানে তার বেজায় ফাঁক” কন্যা কি বুঝেছিল জানি না। তাই যারা ছবি দেখে দেখে আওয়ারা (প্রেম-পাগল) হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি ফাঁকি সবই ফাঁকি। মায়া সবই মায়া। একবার এই ফাঁকিতে পড়বেন তো “জিন্দেগী বিলকুল ফাঁক হো যায়েগা, মাগার কাভি মুক্তি নেহি মিলেগা। ছবি দেখে বিয়ে করেছেন তো মরেছেন।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন