ছবি দেখে নয়, সামনা সামনি দেখেই বিয়ে করুন

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১২ আগস্ট, ২০১৪, ০১:০৭:৫৯ রাত



মনে হয় কবি-সাহিত্যিকদের চোখে কোন নারীই অসুন্দর নয়। চোখে অসুন্দর হলেও লেখাতে তা দেখা যায় না। যে কোন চরিত্রকেই সুন্দর মানানসই গড়ন, ধরণ, চলন দিতে তাঁর অকৃত্রিম দানের হাত। যদি Photoshop মানুষ হত তাহলে সে ই হত সবচেয়ে বড় কবি (কবিরাজ) আর সাহিত্যিকদের বড় সাহিত্যিক। এক বঙ্গললনাকে বাস্তবে দেখেছি; মেকাপের কড়া প্রলেপে পাদ-প্রান্ত না দেখে গাত্রবর্ণ ঠাউরানো দায়। তাকেই ফটোশপ ঠাকুরের কল্যাণে অন্তর্জালে (Internet) দেখলাম, দেখে প্রথমে বলতে ইচ্ছে হচ্ছিল “মরি মরি কন্যা তব কি রূপ” । কিন্তু চিনতে পেরে কমেন্ট করলাম কি জানেন? কিউট, নাইচ তাই না? উহু ! আমি অতটা পাগল নই তাই লিখলাম “দুরের বাদ্য যতই বাজুক মাঝখানে তার বেজায় ফাঁক” কন্যা কি বুঝেছিল জানি না। তাই যারা ছবি দেখে দেখে আওয়ারা (প্রেম-পাগল) হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি ফাঁকি সবই ফাঁকি। মায়া সবই মায়া। একবার এই ফাঁকিতে পড়বেন তো “জিন্দেগী বিলকুল ফাঁক হো যায়েগা, মাগার কাভি মুক্তি নেহি মিলেগা। ছবি দেখে বিয়ে করেছেন তো মরেছেন।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253470
১২ আগস্ট ২০১৪ সকাল ০৫:৩৯
বুড়া মিয়া লিখেছেন : শুধু তাই নয়, প্রয়োজনে ব্রাশ দিয়ে মেজে-ঘষে মুখটা ভালো মতো দেখতে হবে, কেননা -

কাপের কড়া প্রলেপে পাদ-প্রান্ত না দেখে গাত্রবর্ণ ঠাউরানো দায়
253485
১২ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩১
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
253535
১২ আগস্ট ২০১৪ সকাল ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সামনাসামনি ওতো মেকআপ করে আসবে। মনে হয় সাথে এক বালতি পানি রাখতে হবে নয়তো বৃষ্টিতে বাইরে নিয়ে যেতে হবে।
253537
১২ আগস্ট ২০১৪ সকাল ১১:২০
ভিশু লিখেছেন : খুব ভালো বলসেন!
Chatterbox Waiting Day Dreaming
253562
১২ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৮
হতভাগা লিখেছেন : এসবে কোন কাজ হয় না । কপালে যা আছে তাই হয় ।
253585
১২ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File