মহীয়সী
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৯ আগস্ট, ২০১৪, ০৮:২০:০২ সকাল
রাতের শেষ প্রহর; শুক্লপক্ষের চতুর্দশী চাঁদটা তেল ফুরিয়ে যাওয়া কুপির মত পশ্চিমাকাশে ডুবিডুবি করছে, তার ম্লান আলোয় দুনিয়ার এক মোহনীয় রুপ; কোন মায়াবীর জাদুতে মন্ত্রমুগ্ধ প্রকৃতি। হালকা বাতাসে জানালার পর্দাটা বারবার সরে যাচ্ছে আবার পূর্বের জায়গায় ফিরে আসছে, মনে হল প্রকৃতি লুকোচুরি খেলছে আমার সাথে। পর্দার ফাঁক দিয়ে আসা আলোতে ওর মুখখানা আমার কাছে আরো নিষ্পাপ আর অসহায় মনে হতে লাগল। ঘুমের মধ্যে সব নারীই কি এমন দেখায় ? পর্দাটা ভাল করে সেটে দিতে উঠলাম আরেকটু ঘুমাতে হবে কারণ আগত দিনের কর্মব্যস্ততা স্মরণ করে মনটা কেমন দুর্বলতা প্রকাশ করছে। আবছা আলো-আধারীতে উঠে দাড়ালাম মাটিতে পাতা বিছানা হতে। খাট-পালংকে শুতে আরাম পাইনা , প্রাচীনকালের রাজা-বাদশাহ গণ মাটিতে মোটা জাজিম আর গদি বিছিয়ে আসর বসাতেন আমার মধ্যে এ শাহী মেজাজ কিভাবে এসেছে জানিনা, হয়ত পূর্বসূরীদের কেউ নবাব জাতীয় কিছু ছিলেন। রুমে কোন প্রকার ডিমলাইট ইত্যাদি জালিয়ে রাখা হয়না , পাছে রাতের চেহারা নষ্ট হয়ে যায়। বাড়ির পিছনের বাগানে কিছু রঙিন বাতি লাগানো যার আলোতে এ ঘরে আবছা আলো-আধারীর এক অপরূপ খেলা চলতে থাকে। শুক্লপক্ষের দিনগুলোতে সেগুলি নিভিয়ে রাখি, দু’জনে চাঁদের আলোতে পিঠে পিঠ লাগিয়ে দুনিয়ার সব গল্প করব বলে। (ডিজিটাল পান্ডুলিপি থেকে)
বিষয়: বিবিধ
৮০০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন