মৃত্যু চিরন্তন সত্য, যা আসবেই
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩০ জুলাই, ২০১৪, ০৬:০৮:৫২ সন্ধ্যা
গতকাল ঈদের নামাজ পড়েই পছন্দের দু’টি জায়গার (কারাগার, হাসপাতাল) একটিতে (ঢাকা মেডিকেল) গিয়েছিলাম এক আত্মীয়কে দেখতে। হাসপাতালের বার্ণ ইউনিটে ঢুকে পোড়া, হাতপা ভাঙ্গা মানুষগুলোকে দেখে আমার চোখে ফিলিস্তিনি ভাই-বোনদের অবস্থা ভেসে উঠল। তারা হয়ত চিকিৎসা নিতে হাসপাতাল ও পাচ্ছেনা। যাই হোক অসুস্থ মানুষদের দেখে বারবার মনে পড়ছিল সুস্থ অবস্থায় আমি আমার দায়িত্ব পালন করছিনা তাহলে যদি অসুস্থ হয়ে পড়ি অথবা কোন কারণে স্বাধীনতা হারাই তাহলে আমার কর্তব্যের গাফলতির মাশুল কে দেবে? বের হওয়ার পথে দেখলাম বাবা ও শিশুর পুড়ে যাওয়া লাশ। মনে পড়ে গেল এই কি সমাপ্তি? আসলে কার কখন কোথায় অন্তিম মুহূর্ত চলে আসবে কেউ বলতে পারেনা তাই দরকার সবসময় প্রস্তুত থাকা। কারণ শেষাবস্থার ভিত্তিতেই উঠান হবে মৃত্যুর পর যেমনটি রাসুল সাঃ বলেছেন انما الاعمال بالخواتيم।
প্রস্তুত থাকুন এমনটি যেন না হয় যে আমরা এক পাপের কাজে লিপ্ত আছি আর এ অবস্থায়ই আমাদের মৃত্যুর দূত হাজির হয়ে গেল।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন