বিপদের ভয়ে আছি,

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০২ জুলাই, ২০১৪, ১২:৫৭:৩৫ রাত

উত্তরীয় জড়িয়ে কাঁধে এলে তুমি

ভেবেছিলে পথ চেয়ে ক্লান্ত আমি

পারিনি তো চোখের দিকে থাকতে চেয়ে

আনত চোখে সলাজ মুখে গুনগুনিয়ে

বুঝি তোমার কৌতুহলী চোখের তারা

আড়াল থেকে হচ্ছ দেখে দিশেহারা

আমি না হয় রয়েই যাব গোবেচারা

শুধু শুধু কল্পনাতে আত্মহারা

ভুল করোনা চিনতে মানুষ চিনতে হৃদয়

দেখে নিও শেষ বেলাতে কিনতে পিনয়।

আমার বলার কিছু নেই, কারণ আমি এক নির্বাক দর্শক। তোমার যাওয়া আসার মাঝের বাঁকা দৃষ্টি আমিও বুঝি। কিন্তু আমার হাত-পা-চোখ যে বাঁধা। দৃষ্টির আবছায়াকে বেঁধে রাখতে পারিনি বলে ক্ষমা চাই। কারণ আমিও মানুষ। তাই বলতে চাই কবিতার ভাষায়

কাকে তুমি খুজছ ফিরে, পাহাড় ঘুরে সাগর চিরে, দেখছ কভূ পাতাল ফুড়ে

সে কি আমি।

জানে অন্তর্যামী।

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240783
০২ জুলাই ২০১৪ রাত ০৩:০৬
ভিশু লিখেছেন : Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File