আমার ছাত্তর
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০১ জুলাই, ২০১৪, ০৫:০০:৪৯ সকাল
আমার ছাত্রটা ক্লাস ফাইভে পড়ে; তারপর আবার মাদ্রাসায়। কিন্তু তার জ্ঞানান্বেষণের তোড়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেচে যাই। ভাগ্যিস ছোটবেলায় কিছু বইটই পড়েছিলাম নইলে এখনকার পড়াশুনার যে দৌড় তাতে শেষরক্ষাটা হত বলে মনে হয়না। একেকদিন একেক বিষয় পাড়বে, আজ বারমুডা ট্রায়াংগল, কাল মহাকাশ বিজয়, পরদিন এভারেস্ট। অমুক জিনিস কে আবিস্কার করেছে। এটি এমন কেন? বৃষ্টি হলে মাটি থেকে সোদা গন্ধ আসে কেন? আর বইয়ের কথা বলতে বললে তার আর শেষ হয়না। একদিন এসে বলে স্যার রবিনসন ক্রুসো পড়েছেন, পরের দিন এ টেল অব টু সিটিজ, পরের দিন কাকাবাবু সমগ্র, তার পরের দিন ফেলুদা। দু’ঘণ্টা পড়াই তারমধ্যে ৪৫ মিনিট চলে জ্ঞান-বিজ্ঞান ছবি আঁকা আর কবিতা চর্চা। বইয়ের গল্পের কথা না হয় পড়ার মধ্যেই ধরলাম। আজ জব্দ করে এসেছি কয়েকটি প্রশ্ন দিয়ে, বলেছি জবাব খুঁজতে। প্রশ্ন গুলি এমন।
১. আমি কি? কেন? ২. আমি এখানে কেন? কোথায় যাব? ৩. আমি কি হতে চাই? কেন চাই? কিভাবে? ৪. এই মুহুর্তে আমার কি করা উচিৎ?
সে বিজ্ঞানী হতে চায়। আমার দৃঢ় বিশ্বাস সে পারবেই ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন