আশার আলোর সন্ধানে, তাকিয়ে তব মুখপানে
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩০ জুন, ২০১৪, ১২:৫৬:২৪ রাত
নিজের জন্য তো কিছুই চাইনি! ছোট ছোট নিষ্পাপ বোনদের মুখের দিকে তাকিয়ে নিজের অযোগ্যতাকে কিছুতেই ক্ষমা করতে পারিনা। কি দিয়েছে এই পৃথিবী। কি লাভ এই বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে। কি লাভ এই খাঁচার মধ্যে বেচে থেকে! কি লাভ এই আত্মসম্মানবোধ রেখে!
তাইতো
বেশ ক’দিন ধরে
জীবনটাকে বড় অসহ্য আর বিরক্তিকর মনে হয়
ত্যক্ত-বিরক্ত-হতাশ হয়ে
দু’চোখে আঁধার দেখি
বুকের বা’পাশ টা হাতুড়ি দিয়ে গুড়ো করে ফেলি
অথবা ছিড়ে বের করে আনি হৃদয় নামক যন্ত্রটিকে
আরও কত কিছু ইচ্ছে হয়, নাই বা বলি সব
সবকিছুর মূলে; চাওয়া আর পাওয়ার মাঝের বিস্তর ব্যবধান
আছে ঝুলে।
উচ্চাভিলাষী মনের মাপ-জোখহীন কল্পনা
মায়া-মমতা, ভালবাসার অদৃশ্য সুতা
আমায় ধরে রাখতে পারছেনা আর হাসি-খুশি
এখন বুঝতে পারি
কেন মানুষ মরিতে চাহে এই সুন্দর ভুবনে, এত সুর আর এত গান
রেখে কেন দুরের অজানা দেশে পাড়ি জমাতে চায়
কেন শত শত জনমের বাঁধন মুহূর্তের ঝুলে থাকায়
ছিড়ে ফেলতে চায়, অথবা ঝাঁঝালো গরলকে অমৃত মনে করে।
বিষয়: বিবিধ
৮৩১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন