ভিতর আর বাহির

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৬ জুন, ২০১৪, ১০:১৬:৪১ সকাল

মানুষের চরিত্রের দু’টি দিক আছে; একটি হল বাইরের, আরেকটি ভিতরকার।

ভিতরে যে মানুষটি বাস করে বেশিরভাগ ক্ষেত্রে সে বাহ্যিক মানুষটির চেয়ে খারাপ হয়ে থাকে। কল্পনা করুন তো; আপনি একজনকে খুব শ্রদ্ধা করেন সে বাহ্যিক দিক থেকে ভালও; কিন্তু অন্তরের কুপ্রবৃত্তির কারণে তার মনেও কিছু খারাপ চিন্তার উদয় হয়, সেগুলি যদি প্রকাশিত হয়ে যায় তাহলে কি হবে ? আপনি কি তাকে আর শ্রদ্ধা করতে পারবেন?

যারা মিডিয়াতে কাজ করে তাদের মাঝে-মধ্যে কিছু নিচুতলার লোকদের সাথে যোগাযোগ করতে হয়। সেখানে তারা এমন কিছু মানুষের আনাগোনার খবর পান যারা, আমাদের সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং দেশের কর্ণধার। হতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রী, এম পি, বুদ্ধিজীবি, অর্থনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, বড় রাজনৈতিক নেতা কিংবা বড় কবি। সামাজিক শৃংখলা রক্ষার দায়ে এসব নাম প্রকাশিত হতে পারেনা।

আবার এমন মানুষ আছেন আমি জানি; যাদের পারিপার্শিকতার কারণে বাহ্যিক দিক থেকে তারা কিছুটা কম ভাল, কিন্তু তারা গোপনে এত ভাল ভাল কাজ করেন যা কল্পনা করা যায়না।

মি. জেকিল আর মি. হাইডের গল্প পড়েছেন নিশ্চয়ই! না পড়ে থাকলে আজই পড়ে নিন তাহলেই বিষয়টা পরিস্কার হয়ে যাবে।

আমাদের বাইরের চেহারা আর ভিতরের হৃদয় যেন ভিন্ন না হয় এই কামনা করি।

বিষয়: বিবিধ

৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File