প্রেরণার বাতিঘর, শহীদ আব্দুল মালেক

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৬ জুন, ২০১৪, ০৬:১৮:১৩ সকাল



আজো

দূরের আকাশে তাকিয়ে দেখি

শহীদী লাল খুনে লেখা তব নাম

হে আদর্শ! তোমার তরে লাখো কোটি সালাম।

জানো!

তোমার দেখানো স্বপ্ন আজ কোটি তরূণের চোখে

তোমার মুখের ছড়ানো ফুলের রেণু-সুবাস মেখে

ওরা আজো তোমার রেখে যাওয়া আদর্শ বুকে এঁকে

সোনালী দিনের স্বপ্ন দেখে।

আজো তব নাম

হাজার স্মৃতির মাঝে জেগে ওঠে

বেদনাভরা এ হৃদয়-পটে

স্বপ্নের পাখিরা সুবহে সাদিকে

মালেক তোমায় ডাকে চারিদিকে

তুমি কি

সবুজ পাখি হয়ে

উড়ছ জান্নাতে তব প্রভু গান গেয়ে

তোমার স্মৃতিতে ভিজে আসে চোখ অশ্রু বেয়ে।

তব

শমসের-সম যুক্তির ধারে

কেটে হল ফালি ফালি

হৃদয় নাস্তিকেরে

তাইতো দিলনা তোমায় ওরা সত্যের হাক হাকিবারে।

তুমি তো

সত্য-পথের পথিক ছিলে

সত্য-ন্যায়ের বাহক বলে

সত্যের স্বাক্ষ্য দিতে গিয়ে তাই

বিলিয়ে দিলে প্রাণ,

সালাম তোমায় হে প্রিয়, মালেক তোমায় সালাম।

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231277
০৬ জুন ২০১৪ সকাল ০৮:২২
নতুন মস লিখেছেন : সালাম তোমায়
হে প্রিয় মালেক
তোমায় সালাম..
সুন্দর ।
231283
০৬ জুন ২০১৪ সকাল ০৮:৫৯
আবু বকর সিদ্দিক লিখেছেন : অনেক ভালো লাগলো
231305
০৬ জুন ২০১৪ সকাল ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose ভালো লাগলো Rose Rose
231371
০৬ জুন ২০১৪ বিকাল ০৪:৪৫
তরিকুল হাসান লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ।
231413
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
নূর আল আমিন লিখেছেন : salam tumay
231510
০৬ জুন ২০১৪ রাত ১০:১১
মনসুর আহামেদ লিখেছেন : হাজারো মালেক ভাই ৭১তরে হারিয়ে গেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File