বাচতে চাইলে এখনই সিদ্ধান্ত নিন

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৭ মে, ২০১৪, ০৪:১৫:০৯ বিকাল

ومن زحزح عن النار وادخل الجنّة فقد فاز

(সুরা আলে ইমরান এর ১৮৫)



.

অর্থাৎ যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং যাক জান্নাতে প্রবেশ করানো হল প্রকৃতপক্ষে সেই সফলকাম। আল্লাহ তায়ালার এই ছোট বাণীর উপর আমল করলেই মানুষের সারাজীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। উপরোক্ত আয়াতের উপর আমল করতে গেলে একটি নীতি অনুসরণ করতে হয় তা হল االحبّ في الّله البغض في الّله

অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালবাসা আর একমাত্র আল্লাহর জন্যই কাউকে অপছন্দ করা। এটি তখনই সম্ভব যখন কেউ নিজের সব কিছু একমাত্র আল্লাহর উপর সোপর্দ করে, আর বলে

“انّ صلاتي ونسكي و محياي ومماتي لّله رب العلمين“ আমার সালাত আমার কুরবানী আমার জীবন আমার মৃত্যু সবকিছু তো একমাত্র আল্লাহরই জন্য যিনি সারাজাহানের প্রতিপালক। {সুরা যারিয়াত ৫৬}

আর এভাবে সে তার ঈমানকে পরিপূর্ণ করে কেননা রাসুল সাঃ বলেছেন

مَن احب لّله و ابغض لّله واعطي لّله و منع لّله فقد استَكمل الايمَان

যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালবাসল তার জন্যই কাউকে ঘৃণা করল আল্লাহর কারণেই কাউকে কিছু দান করল আবার আল্লাহর কারণেই কাউকে দেওয়া থেকে বিরত থাকল সে তার ঈমানকে পরিপূর্ণ করল।

আজ পার্থিব সফলতাকে অনেক বড় মনে করে যে মরীচিকার পিছনে ছুটে চলেছ হে তরুণ-তরুণীরা! তোমাদেরকে সতর্ক করছি। তোমরা মিথ্যে কুহেলিকার উপর স্বপ্নের যে জাল বুনে চলেছ সূর্য্যের তীব্র তাপে তা একদিন নিমেষেই শুকিয়ে হাওয়া হয়ে যাবে। তাই নিজেকে চেনো তোমার রবকে চেনো।

কারণ وما الحياة الدنيا إلا متاع الغرور

পার্থিব জীবন তো সামান্য খেল তামাসার উপকরণ ছাড়া আর কিছুই নয়

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222632
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৫২
ছিঁচকে চোর লিখেছেন : যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালবাসল তার জন্যই কাউকে ঘৃণা করল আল্লাহর কারণেই কাউকে কিছু দান করল আবার আল্লাহর কারণেই কাউকে দেওয়া থেকে বিরত থাকল সে তার ঈমানকে পরিপূর্ণ করল।

আল্লাহ তুমি আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দাও
222635
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : পার্থিব জীবন তো সামান্য খেল তামাসার উপকরণ ছাড়া আর কিছুই নয়

সত্যি বলেছেন ভাই। আসলে পৃথিবীটাকেই আমরা বড় করে দেখি।
222641
১৭ মে ২০১৪ বিকাল ০৫:০৩
শেখের পোলা লিখেছেন : খাঁটি কথা৷ আরও লিখুন৷ধন্যবাদ৷
222703
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
অনেক পথ বাকি লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
222724
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
আঁধার কালো লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
222740
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পার্থিব জীবন তো সামান্য খেল তামাসার উপকরণ ছাড়া আর কিছুই নয়। পার্থিব জীবন তামাশা নয়। এখান থেকেই তো আমাদের পরকালের জন্য আয়রোজগার করতে হবে তাহলে তামাশা হলো কি করে?
১৭ মে ২০১৪ রাত ০৯:১৫
170111
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ভাই মর্ম না বুঝে তর্ক করা কি ঠিক? আমি সরাসরি কুর আনের আয়াতের অনুবাদ দিয়েছি এর অর্থ এই নয় যে এখানে খেল তামাসা করতে হবে। অর্থ হল এখানকার আনন্দ উপকরণ ভোগ বিলাসের সামগ্রী সবই ক্ষণস্থায়ী এবং তুচ্ছ।

زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن
সুরা আলে ইমরানের ১৪ নং আয়াতের ব্যাখ্যা দেখে নিবেন।

তাই এইসব উপকরণ অর্জন করতে গিয়ে যেন পরকালকে না ভুলে যাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File