মরুভূমির শুকনো কবিতা

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৯ মে, ২০১৪, ০৩:৩৬:৩০ দুপুর

ইদানিং কবিতার ভাষাগুলি কেমন জানি নীঃরস; নিজের কবিতা পড়ে নিজেই বিরক্ত হই

তাই তুমি কি

আবার কি একটু বৃষ্টি

হয়ে দেখা দেবে

আমার কবিতার চরণগুলি যাতে সিক্ত হবে

যাকে খুজি কেন যে পাইনা তাকে

কুহেলিকার পিছে আর কত কাল

আজ আর শুন্যে কবিতা ভাসাতে চাইনা , তাই তুমি মেঘ হয়ে হলেও এস

কুয়াশার মাঝে আর তোমার মুখ খুজে ফিরে কি লাভ

তুমি আজো মরীচিকা, যদিও অনেকে আমার কবিতার মাঝে তোমার অস্তিত্ব খুজে ফেরে

সেই কোন এক তুমি, আমার স্বপ্ন, সেই অদেখা তুমি

ভয় নেই তোমায় আমি হাত ধরে হাটতে শেখাব

তোমায় দেখে নিত্য নতুন আঁকব ছবি

তুমি হবে মোর প্রভাতের রবি

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219456
০৯ মে ২০১৪ বিকাল ০৫:০৩
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
219462
০৯ মে ২০১৪ বিকাল ০৫:০৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File