কে হবে দুলহিন?

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৩ এপ্রিল, ২০১৪, ০১:৪৮:৩৩ দুপুর



এক শতাব্দী বাচতে চাইনা, আমার একটি স্বপ্ন আছে আছে একটি আদর্শ ও।

আবেগ বলছ! সেই কবে মুছে ফেলেছি! একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে স্বপ্নটি বাস্তবায়ন করার পথে এগিয়ে যাচ্ছি। আশা; চল্লিশের মধ্যে হয়ত মোটামুটি সফলতার মুখ দেখা শুরু করব। তাই যদি হয় পুরোপুরি সফল হওয়ার আগে যদি আমার ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যায় তাহলে মোটেও আফসোস নেই। অল্প সময়ে অনেক কাজ করে যেতে চাই। ভবিষ্যৎ উত্তরাধিকারীদের জন্য কিছু রেখে যাওয়ার ইচ্ছে নেই এক সুমহান আদর্শের ছায়া আর একটি বড়সড় পাঠাগার ছাড়া।

বিলাসিতা আর অপচয় দেখলেই মাথাটা বিগড়ে যায় মাঝে মাঝে। মাটির ঘরে মেঝেতে শোয়ার জন্য শীতল পাটি, একটি কাঠের টেবিল একখানা চেয়ার আর বড়সড় একটা পাঠাগার পেলেই আমি খুশি। মোটা চালের ভাত, আর সমাজ বাচানো কিছু পোষাক এইতো অনেক আর কি চাই?

সঞ্চয়? সে আবার কি? আজ ভাল আছি সেই ঢের, পরের দিনের চিন্তা পরের দিন করা যাবে।

ভাঙ্গা কাঠের তরীতে ময়ুরপংখী বাঁধবে কি কেউ? আছে কি কারো সে সাহস?

সানকি ভরা ভাত নিয়ে তালপাতারই পাঁখা দিয়ে,

খসমেরে বাতাস করে, সোহাগ করিবে।

জ্যোছনা রাতের তারা গুনে, চাঁদের আলোয় স্বপ্ন বুনে

ঝিরঝিরি বাতাসেতে গল্প শুনাবে।

কাল রজনীর শেষ প্রহরে, জায়নামাজে অযু করে

দু’হাত তুলে খোদার কাছে আর্তি জানাবে,

মুখে পানির ছিটা দিয়ে, ফিসফিসিয়ে ঘুম ভাঙিয়ে

তাহার সাথে নামাজেতে শরীক বানাবে।

তাহলে এসো তোমাকেই খুজছি আমি।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212187
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
হতভাগা লিখেছেন : আপনি দুলহিন পাবেন ঠিকই । কিন্তু এইসবের জন্য সে আপনার জীবনটাকে নরকে পরিনত করবে ।
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
161797
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : কোন সবের জন্য ঠিক বুঝলামনা
212207
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
212216
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৯
নীল জোছনা লিখেছেন : আশা করি পাবেন আপনি। যার মনে যে বাসনা থাকে আল্লাহ নাকি তার মনের সব বাসনাই পূরণ করে দেয়। ভালো কাটুক আপনার জীবন।
212221
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫০
ডাঃ নোমান লিখেছেন : এমন দুলহিন পেলে ভাগ্য তোমার মানি

এমন যে যাবেনা পাওয়া সত্য বলে জানি!
212223
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৩
ফেরারী মন লিখেছেন : আমার সাথে আপনার চাওয়াটা কাকতালীয়ভাবে মিলে গেলো। আমারও এরকমই চাওয়া। জীবন তো ক্ষণিকের । এত সাধ আহলাদ দিয়ে কি হবে। Broken Heart Broken Heart
212425
২৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুলহিন না দুলহান!!
বিয়ের আগে যা দেখবেন ১০০% চান্স আছে বিয়ের পর তার ১৮০ ডিগ্রি উল্টা।
212973
২৫ এপ্রিল ২০১৪ সকাল ০৫:১৪
জোনাকি লিখেছেন : May Allah help u to find dulhin.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File