হুজুগে বাংগালি মুসলিমদের বলছি
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৮ মার্চ, ২০১৪, ০৪:১৫:৪৩ বিকাল
জীবনে চলার পথে কখনো কখনো আপনাকে এমন পরিস্থিতির শিকার হতে হয় যার জন্য আপনি পূর্ব থেকে মোটেও প্রস্তুত নন । এবং আপনি চান ভবিষ্যতে এহেন বিব্রতকর অবস্থার পুনরাবৃত্তি না হোক। যেমন: আপনি কোথাও গিয়েছেন যেখানে সবাই আপনার অপরিচিত; এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেল; এখন ইমামতির জন্য কেউ সামনে যেতে চায় না। এমন অবস্থায় আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে ইতস্তত না করে সামনে দাঁড়িয়ে যাবেন। হয়ত আপনার লেবাস দেখে কেউ বাকা চোখে তাকাতে পারে কিন্তু ইমামের স্থানে দাঁড়িয়ে গেলে একবার কেউ আপনাকে জোর করে নামিয়ে দিবেনা। যদি আপনি বড় লেবাসধারী দেখে পিছিয়ে আসেন অথবা সামনে না দাড়ান তাহলে বাংলাদেশি হুজুগে মুসলিম ভাইয়েরা এমন একজনকে সামনে দাঁড়িয়ে দিলেন যিনি সুরা ফাতিহাটিই শুদ্ধ করে পড়তে পারেন না, ফলে আপনি না পারবেন নামাজ ছাড়তে না; পারবেন মনোযোগ দিয়ে দাড়াতে এবং নামাযে তিলাওয়াত আপনার কাছে চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। এবং আপনাকে পরে সালাত দ্বিতীয় বার আদায় করা লাগবে। আর যদি বড় জুব্বা ধারীকে আপনি রাস্তায় দাঁড়িয়ে ধুমপান করতে দেখেন যা নিজে অপছন্দ করেন তাহলে তো আর কথাই নেই। আমাদেরকে গোঁড়ামী এবং বাহ্যিক লেবাস ভিত্তিক ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে আর এজন্য দরকার দৃঢ় মনোবল আর উপস্থিত সাহসিকতা।
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুরসি সাহেবসহ উনার ডানে বামে যে দুজন আছে তাদের কেউই টাখনুর উপর প্যান্টের কাপড় তোলেন নি ।
টাখনুর উপর কাপড় তোলা কি জরুরী ?
যথার্থই বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন