"পথে হল দেখা"
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৩ মার্চ, ২০১৪, ০৯:২৯:২০ সকাল
সফর থেকে ফেরার পথে হঠাৎ দেখা হবে কখনো কল্পনা করিনি। যদিও সে আমার প্রাণের প্রিয় এবং তার অপেক্ষাতেই কাটে অনেক মুহূর্ত কিন্তু না চাইতেই অসময়ে দেখা হয়ে যাবে? হঠাৎ মাঝপথে উদয় হল সে। টিনের চালের তলে থাকলে হয়ত তার নুপুর পায়ের রিনিঝিনি সুর শুনে আগমন টের পেতে কষ্ট হতনা।
রিনিঝিনি ঝিন নূপুর পায়ে, নামত সে যে সবুজ গায়ে
আমার জানালাতে,
দমকা হাওয়ায় আকত ছবি আমার হৃদয়পটে
প্রথমে তার উপস্থিতি লক্ষ্য করিনি, কিন্তু সে এমনভাবে আমার দৃষ্টি আকর্ষণ করতে লাগল যে তার দিকে না তাকিয়ে পারলাম না। জানালা খুলে দিয়ে তার স্পর্শ নিতে লাগলাম সবার অগোচরে। সকল দুঃখ কষ্ট হঠাৎ উবে গেল কর্পুরের মত, আর ধুয়ে গেল মেয়েদের মেকাপের মত। সে বিভিন্ন ভাবে মায়াবী পরশ বুলিয়ে সান্তনার বাণী শুনিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। পাশের বন্ধুরা আমার হঠাৎ বিষণ্ণতা থেকে হাস্যোজ্জ্বল ভাব লক্ষ্য করতে লাগলেও সেদিকে আমার মোটেও খেয়াল নেই। আমি সংগোপনে বিরহের জমে থাকা সকল কথা তাকে বলেই চললাম, কতদিন পর দেখা তার সাথে। সে আমার মাথা মুখ সহ উর্ধাঙ্গের পরিধেয় বস্ত্র সিক্ত করে দিয়ে চলে গেল, সেই সাথে ঢাকার রাজপথকেও আমার জন্য ধুয়ে মুছে পবিত্র করে দিল। বুক ভরে নিশ্বাস নিতে লাগলাম রাস্তায়। তার হঠাৎ আগমন-প্রস্থানে আমার কেবলই বারবার মনে হতে লাগল যে সবাই কে যদি সে এমনি ধুয়ে মুছে নিস্কলঙ্ক করে দিতে পারত তাহলে আজ অনেককে অনেকের আচরণ নিয়ে কষ্ট পেতে হতনা।
বৃষ্টি ! বন্ধু তোমায় অনেক ধন্যবাদ। বল আবার কবে আসবে? আমি তোমার অপেক্ষাতে থাকব।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন