যোদ্ধা! চোখে পানি কেন?

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৮ মার্চ, ২০১৪, ১১:০৬:৩৫ রাত



পথিক! মন খারাপ কেন তোর? রাস্তার প্রেমিক তুই... পথেই ঘর তোর পথেই পর

জানিস না

পথিকের অতীত আছে কিন্তু পিছনে তাকাতে নেই

সামনে যে তোর আছে বহু পথ পাড়ি দেবার, সময় কি আছে পিছু দেখার?

জীবনের রাস্তায় চলার পথে কত ধুলা গায়ে লেগে যায় কতজনের, কত ফুলের পাপড়ি আটকে থাকবে জামার আস্তিনে

তাতো ধুয়ে ঝেড়ে ফেলে সামনে এগুতে হবে,

পথের পাশের কত নাম না জানা কাটাঁওয়ালা ফুল গাছ কাপড় টেনে ধরে রাখতে চাইবে

ছিড়ে রেখে দিবে তোমার শরীরের অংশ; তাই বলে থেমে যাওয়া চলবেনা

একি তোর চোখে অশ্রু কেন? কেন আজ বেটোভেন, মোজার্ট, ভাগনার, ব্রাহামদের সিম্ফনি শুনে বেদনা বাড়াচ্ছিস, পথিকদের মন থাকতে নেই, ভাল লাগতে নেই ভালবাসতে নেই।

হ্যা আরো কেদেঁ নে, মনটা হালকা হবে, ধুয়ে যাক সবকিছু নতুন করে শুরু হোক। নিজের শরীর ফেটে রক্তহীনে রক্ত দিবি

তবু হৃদয়ে যেন রক্তক্ষরণ না হয়। ভিতরটা পুড়ে ছারখার হয়ে যাক তবু মুখের মাঝে হাসি থাকবেই, সবাইকে বুকে টেনে নিতেই হবে

এতো জীবনযুদ্ধ; তুই তো যোদ্ধা। যোদ্ধার আবেগ থাকবে কেন? যোদ্ধা কাঁদবে কেন? আবেগ, মায়া, সুখ, দুঃখ এসব কি মানায়

যোদ্ধাদের পিছুটান বলে কিছু নেই

নেই কিছু হারাবার ভয়,

পিছনের সব রাস্তা, সেতু, জাহাজ ধ্বংস করে তুই সামনে এগিয়ে যাবি দিগ্বিজয়ের নেশায়। মায়ার জালে যেন বাধাঁ পড়িস না কভু

তারূণ্যের এ পূর্ণ জোয়ারকালে জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে সামনে অথৈ সমুদ্র দেখি, ঝাপ দিতে দিতে বেলা শেষ হয়ে গেল

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194603
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File