কবিতার শানে নুযুল
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৮ মার্চ, ২০১৪, ০৪:৪৪:৪০ রাত
দুঃখ আর একাকীত্বই আমার কবিতার পিছনে লুকিয়ে থাকা স্পৃহা
এতদিনে বুঝলাম কবিতা চাইলেই লেখার বিষয় না, ভিতর থেকে পাথর ফেটে ঝরণা বয়ে চলার মত, যার একটা উৎস থাকে।
ঝরণা হওয়ার আগে বৃষ্টির জমে থাকা পানি পাহাড়ের চুড়া থেকে ধীরে ধীরে নেমে এসে ক্রমে ফেটে বের হয়ে তা নদী হয়ে যায়। তেমনি কবিতাও তার দুকুল প্লাবিত করে সবার মনকে ছুয়ে সাহিত্য সাগরে নিজেকে সপে দেয়। পাঠক কখনো তা থেকে তৃষ্ণা নিবারণ করে আবার কখনো ডুব দিয়ে নিজেকে হারায়।
যখনই অতীতের ব্যর্থতা পিছনের দরজায় এসে ফিসফিসিয়ে নিরাশার বাণী শুনায়
অর্থাভাব, নানাবিধ না পাওয়ার তালিকা জমে স্তুপ হয়ে যায়
সত্যকে সত্য বলে সত্যায়ন করতে পারিনা, মিথ্যাকে মেনে না নিয়েও নিতে হয়
প্রিয়জনের অপ্রিয় বাক্যালাপ নির্মমভাবে আহত করে,
অথবা প্রিয়জনের অসুস্থতা ভাবায়
অথবা চিরন্তন বন্ধু থেকে দূরে থাকার বেদনা অথবা কাছে পাওয়ার আকুতি হৃদয়ে রক্ত ঝরায়
অথবা তার সৃষ্টির রূপ দেখে পাগল পারা হই
তখনি কলমের ডগা দিয়ে সে অনুভূতি কাল রক্তের মত অবিরাম ঝরে যায় সফেদ কাগজের বুকে। আমার কি’বা করার আছে? তিনিই তো এ মাথা এ হাত দিয়ে সব কিছু করান।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন