জানি সত্য নয়,শুধু কল্পনায়

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৪ মার্চ, ২০১৪, ১১:১৬:৫১ রাত

লিখতে চেয়েছিলাম কিছু তোমায় নিয়ে,কলম নিলে কেড়ে তুমি চোখ রাঙ্গিয়ে

বলতে গেলাম যেই না কথা মুখ উচিয়ে, ইশারাতে দিলে তুমি চুপ করিয়ে

বুঝতে গেলাম ভাষা তব একটু হেসে, হাতটি ধরে ইশারাতে ভালবেসে

এমন কেন করছ তুমি কি হয়েছে,

তোমার বোবা চোখের ভাষা, বুঝতে গিয়ে হারিয়ে গেল আশা

তক্তপোষে বসে

বালিশেতে মুখ লাগিয়ে কাঁদলে তুমি শেষে।

কাগজ কলম দিলাম এনে, দাওনা লিখে মনের কোণে

কোন মেঘে তোর দু’চোখ থেকে বৃষ্টি ঝরিয়েছে।

হাতে পায়ে ধরে, হার মানিয়ে তোরে

শুনিয়ে একটি গান, অবশেষে ভেঙ্গে দিলাম তোমার অভিমান

অবশেষে ইশারাতে দেখিয়ে দিলে আকাশেতে, আজকে দেখো পূর্ণিমারই চাঁদ যে ঊঠেছে

আজ সারাটি রাত থাকব দু’জন কুসুম বাগে বসে

গান শুনাবে তুমি,

বাতাসেতে বাজবে সে সুর লাগবে তখন আরো মধুর

যুগ যুগ হতে যুগ কেটে যাবে তোমায় ভালবেসে।

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192332
১৫ মার্চ ২০১৪ রাত ১২:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
192333
১৫ মার্চ ২০১৪ রাত ১২:২৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File