সত্যি! তুমি আসবে কি?
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৫:০০ রাত
আমার মতে সংসারে মানুষ উৎসাহ পেলে এমন কিছু নাই যা তার দ্বারা অসম্ভব। উৎসাহের অভাবে বহু মেধা, সৃজনশীলতা হারিয়ে যায় কালের অতল গহবরে। মায়ের উৎসাহে এতদুর এসেছি, এখন আরেকজনের উৎসাহ পাওয়ার অভাবে বুকের একপাশ ঠিক মত কাজ করেনা।
কে সেই জনা?
জবাবটা আমারো অজানা, তাই খুজে ফিরছি পথে পথে দেখি তার দেখা পাই কিনা!
বলো
কুহেলিকার ছুটলে পিছু ক্ষতি কি?
রহস্যতে সুখ যে খুজে পেয়েছি
যেদিন
আলেয়ারই আলো হয়ে, রঙ বেরঙের ফানুস দিয়ে, ভুলিয়েছিলে শিশুর মত আমায় পাগল করে
সদাই-আপণ সব গুটিয়ে, আকাশ মাঝে রথ হাকিয়ে হারিয়েছিলে ঊর্ধ্বলোকে চিরদিনের তরে।
তাই
একার মাঝে রাখিনি আজ পূণ্য-প্রেমের ডালি
দুহাত ভরে বিলিয়ে দিয়ে করেছি সব খালি
না দেখেও দেখেছি আজ না পেয়েও পেয়েছি
তোমায় ভেবে শক্তি নিয়ে হৃদয় ভরা ভক্তি দিয়ে বিশ্বটাকে ভালবেসে ধন্য হয়েছি।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/3740/sh12/37657#133765
সে আসবেই
তাকে যে আসতেই হবে
লাল বেনারশির শাড়িতে
হাতে মেহেদীর আলপনা
নুপুর দিয়ে আলতা রাঙা পায়ে সে আসবেই!
মন্তব্য করতে লগইন করুন