প্রজাপতি ভালবাসি তোমায়

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৭:২৬ রাত



শুনেছি শুয়োপোকা যখন খোলস থেকে বেরিয়ে আসে তখন সুন্দর রঙ বেরঙের পাখাওয়ালা প্রজাপতি হয়ে যায়, কিন্তু প্রজাপতির সুন্দর পাখা ছিড়ে গেলে সে নির্ঘাত মারা যাবেই , কারণ তার আশ্রয় ফুলের গাছে যেতে পারেনা সে। শুয়োপোকা রুপেও ফিরে আসতে পারেনা।

সুন্দর এক প্রজাপতিকে চিনতাম। আমার পাতায় আর ফুলে সে বসত প্রায়ই। চিকন ডাল নাড়িয়ে দোল দিতাম তাকে। আনন্দে পাখা নেড়ে নেড়ে আমায় সে ভালবাসা জানাত। হঠাৎ আজ দেখলাম সে এক অদ্ভুত কাণ্ড করেছে। সুন্দর চারুলতা রঙের ডানা দু’টি ফেলে দিয়েছে সে। মাটিতে হেটে বেড়াচ্ছে, আর পিপড়া গুলি বারবার তার দিকে হানা দেওয়ার জন্য দৃষ্টিপাত করছে। তাকে বড় অসহায় আর নিঃসঙ্গ মনে হল। বসন্তে; গাছের পাতার মত প্রজাপতির পুরাতন ডানাও কি ঝরে গিয়ে নতুন ডানা গজায়?

হে মোর প্রিয় প্রজাপতি ! আবার গজাবে কি তব পাঁখা। আবার আসবে কি আমার ফুলের পাপড়িতে? তুমি না আসলে এ রেণু সব যাবে যে বিফলে! আর ফেলোনা পাখা। তুমি তো জাননা তোমার স্থান মাটিতে নয় শুন্যে। ফুলের পাপড়িতে, বৃক্ষপত্রে।

শুনেছি শুয়োপোকা যখন খোলস থেকে বেরিয়ে আসে তখন সুন্দর রঙ বেরঙের পাখাওয়ালা প্রজাপতি হয়ে যায়, কিন্তু প্রজাপতির সুন্দর পাখা ছিড়ে গেলে সে নির্ঘাত মারা যাবেই , কারণ তার আশ্রয় ফুলের গাছে যেতে পারেনা সে। শুয়োপোকা রুপেও ফিরে আসতে পারেনা।

সুন্দর এক প্রজাপতিকে চিনতাম। আমার পাতায় আর ফুলে সে বসত প্রায়ই। চিকন ডাল নাড়িয়ে দোল দিতাম তাকে। আনন্দে পাখা নেড়ে নেড়ে আমায় সে ভালবাসা জানাত। হঠাৎ আজ দেখলাম সে এক অদ্ভুত কাণ্ড করেছে। সুন্দর চারুলতা রঙের ডানা দু’টি ফেলে দিয়েছে সে। মাটিতে হেটে বেড়াচ্ছে, আর পিপড়া গুলি বারবার তার দিকে হানা দেওয়ার জন্য দৃষ্টিপাত করছে। তাকে বড় অসহায় আর নিঃসঙ্গ মনে হল। বসন্তে; গাছের পাতার মত প্রজাপতির পুরাতন ডানাও কি ঝরে গিয়ে নতুন ডানা গজায়?

হে মোর প্রিয় প্রজাপতি ! আবার গজাবে কি তব পাঁখা। আবার আসবে কি আমার ফুলের পাপড়িতে? তুমি না আসলে এ রেণু সব যাবে যে বিফলে! আর ফেলোনা পাখা। তুমি তো জাননা তোমার স্থান মাটিতে নয় শুন্যে। ফুলের পাপড়িতে, বৃক্ষপত্রে।



বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179220
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পিলাচ পিলাচ
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
133086
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ধন্যবাদ
179241
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫২
শিকারিমন লিখেছেন : প্রজাপতি মন মেলুক পাখনা ,
দুরে কোথায় যায় চলে যাকনা ...................
অনেক সুন্দর। Bee Bee Bee Bee
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
133087
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File