<<<শিকড় কাটলে বাচবে কি তুমি, লাটাই ছিড়লে আকাশে>>> যাকে হিজাব পরা দেখতে ভালবাসি সে কেন বসন্তে শাড়ি পরবে

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৯:৫৬ সকাল



শিকড় তোমার স্বাধীনতা রুখেছে তাই কি শিকড় কাটবে?

লাটাই তোমায় রেখেছে গো ধরে তাই কি সুতা ছিড়বে?

মুসলিম তুমি শিকড় তোমার গেঁথে আছে কুরআনের সাথে,

বলুক তোমায় জঙ্গী জিহাদী, কি’বা যায় কি’বা আসে তাতে।।

মাথায় তোমার সত্যের তাজ হাতে আছে কালিমার নিশান

ছড়াও বিদিকে কালিমার বাণী অগ্নি-নৈঋত-বায়ু-ঈশান;

আজানের ধ্বণি শুনে শয়তান কাঁপিছে ভয়েতে হাকিছে দৌড়

বাতিলের পিছু দাও হুংকার ছুটাও চকিতে দুলদুল ঘৌড়।

তারেক মুসা কাসিম ওয়ালিদ রেখে গেছে বাকী যত কাজ

সালাদীন হয়ে আঞ্জাম দাও জাতি তোমাকেই খুজছে আজ

আয়েশা, খাদিজা, ফাতিমা, জুবাইদার ওয়ারিশ সব আজ কোথা?

কাসিমকে দিতে প্রেরণার রুমাল আজকে তুমি এসো হেথা।

কোনোকালে একা পারেনা পুরুষ বিজিতে বিশ্ব একা

শক্তি প্রেমের মশাল জ্বালাতে দাও তুমি আজ দেখা

( বিঃ দ্রঃ কিছু মানুষের পরিবর্তন ইন্যের জন্য কষ্টের কারণ হতে পারে যা আপনি হয়ত উপলব্ধি করতে পারছেন না )

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176884
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৫
হতভাগা লিখেছেন : উলু বনে মুক্তো ছড়ানো হয়েছে
177129
১৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৩
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : মুক্ত বেশি থাকলে যা হয় আর কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File