বসন্তের আগমনে
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৬:১২ রাত
আজিকে আবার এলো যে ফাগুন, দখিনা বাতাস বয়ে;
সবুজ শাখায়, কৃষ্ণচুড়ায় প্রেমের বার্তা লয়ে
হলুদে হলুদে হল একাকার, উত্তাল আজ প্রেম পারাবার;
বরিতে তোমায় ডালি ভরি সব দিলাম উজাড় করে
এসো বসন্ত , হয়ে অনন্ত শান্তি সুখের তরে;
কত যে হৃদয় ভাঙবে আবার, কত যে গড়বে ফাগুনে,
আবেগে হারাবে কতজন ফের, কাঁদবে কত যে অভিমানে।
নিশি হবে যত গভীর ততই প্রভাত আসিবে সকাশে,
জাগিবে ধরণী উঠবে অরুণ পূব গগনেতে হেসে।
মুছে যাক যত, ব্যথা ভরা ক্ষত, তোমারী পরশে আজি,
পূণ্য প্রেমে মাতুক ধরণী ফুটুক পুষ্পরাজি।
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন