প্রিয় মা-বাবারা! আসলে দায়ী কে ?

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৬:১০ সকাল

......................................................................

সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র হয়েও যারা অস্ত্রের মহড়া দিয়ে নিজেদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করতে চায় আমি তাদের মা-বাবা দেরকে উদ্দেশ্যে করে বলছি।

তোমরা কি কখনো টিভি দেখনা?

সংবাদপত্রে কি কখনো তোমাদের ছেলেদের বীরত্বের ছবি দেখে তোমরা গর্ববোধ করোনা?

পাড়াপ্রতিবেশিদের কাছে তোমরা কি মুখ দেখাতে পারো?

আমাদেরকে তোমরা কি এজন্যে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলে?

যদি প্রকৃতপক্ষে তোমরা দায়ী না হয়ে থাকো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ দুঃখে যেন কখনো তোমরা আত্মহত্যা করোনা।

তোমাদের সোনার ছেলেরা যখন মেধাবী/ধর্মপরায়ণ ছাত্রদের হাত পা ভেঙ্গে চারতলা থেকে ফেলে দেয় তখন তোমাদের চোখেও কি অশ্রু আসে?

যখন তারা রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত করে তখন তোমরা কি নিজের মেয়েদের নিয়ে চিন্তিত হওনা?

যখন তারা মদের বারে গিয়ে ফ্রি মদ খাওয়ার জন্য মারামারি করে,

যখন তারা রাস্তাঘাটে বাজারে চাঁদাবাজী করে অসহায় মানুষদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে,

নিরীহ রিক্সাওয়ালাদেরকে হলের সামনে এনে সর্বস্ব কেড়ে নিয়ে মধ্যরাতে রাস্তায় ফেলে দেয়?

তখন তো মনে হয়না এরা আসলে কোনো মা-বাবার সন্তান।

আমার কথায় যদি দুঃখ পাও তাহলে গলাটিপে মেরে ফেল ওদের তোমরা যেন আত্মহত্যা করনা।

কারণ তোমরা সুন্দর একটি স্বপ্ন দেখে সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলে কিন্তু

তোমাদের সে আশা পূরণ করতে পারেনি এ বিদ্যাপীঠের তোষামোদী অর্থলোভী স্বার্থপর শিক্ষকমণ্ডলী।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172754
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৪
হতভাগা লিখেছেন : বাবা মায়েরা দায়ী হবে কেন ? তারা ভাল উদ্দেশ্য নিয়েই সেখানে পাঠায় তাদের সন্তানদের ।

মানুষের রিপু তার বিবেকের চাইতে বহুগুনে শক্তিশালী । এটাকে দমানো আল্লাহর বিশেষ নিয়ামত ছাড়া সম্ভব হয় না ।

সত সঙ্গে স্বর্গ বাস , অসত সঙ্গে সর্বনাশ
172769
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৯
আবু আশফাক লিখেছেন :
172832
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
প্রিন্সিপাল লিখেছেন : বাবা-মা তো তাদেরকে সেখানে ভাল ইচ্ছা নিয়েই প্রেরণ করেছেন, যাতে করে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে সুখে কাটাতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File