নব বর্ষের চেতনার কি এতই তেজ ????
লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ১৭ এপ্রিল, ২০১৫, ১২:০০:১৯ রাত
পহেলা বৈশাখের তথা নব বর্ষের দিন সকাল থেকেই সরকারী মিডিয়ার সাথে পাল্লা দিয়ে দালাল বেসরকারী মিডিয়া সমূহ সমানে চেতনার বুলি আওড়িয়ে যাচ্ছিল। সেই চেতনার বুলিতে চেইত্তা সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সমূহে (ঢাবি, জাবি ও জবিতে) প্রকাশ্যে নারীদের বস্ত্রহরণ ও অগণিত নারীর শ্লীলতাহানি এবং যৌন হয়রানির মত ঘটনা ঘটিয়েছে। হয়ত কিছুদিন পর মানুষ তা ভুলেও যাবে......।
পহেলা বৈশাখের অসাম্প্রদায়িক চেতনা এতই প্রভাব ফেলেছে যে আজকে এক গ্রুপ চেতনা ধারীরা অন্য গ্রুপের চেতনাধারীদের পুরো হল থেকেই তাড়িয়ে দিল সাথে দুই নেতাকে চেতনার বলি দিল। বাকী তিনজন এখনও বলি হওয়ার অপেক্ষায় আছে।
আজ রবি ঠাকুর বেচেঁ থাকলে নিশ্চই ঐ গান টি নতুন করে গাইতেন....
আহা! কি চেতনা আজ হলে হলে..........
বিষয়: বিবিধ
১৩৫৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি না যেতে চাইলে ভিন্ন ব্যপার!
না যেতে চাইলেও উপায় নাই, জোড় করে হলেও আপনাকে আমাকেও টেনে নিয়ে যাবে.....!
চেতনার জ্বালায় নিজেরাই যখন জ্বলতে থাকবে, বাংলার মানুষেরা ওদের ভস্ম বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে!
মন্তব্য করতে লগইন করুন