ব্যক্তির চেয়ে লাশ যখন বেশী শক্তিশালী হয়ে পড়ে....

লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ২৭ অক্টোবর, ২০১৪, ০৫:০৭:৫৮ বিকাল

আমাদের তথাকথিত মূলধারার মিডিয়া প্রফেসর গোলাম আযমের জানাজার খবর নিয়ে একদম চুপ মেরে গেছে।

বিষয়টি পছন্দ হোক বা না হোক,পাঠকদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে তা জানানো এদের নৈতিক দায়িত্ব ছিল। কারন প্রফেসর গোলাম আযমের প্রতি পাঠকদের বর্তমান আগ্রহ এই মিডিয়াই সৃষ্টি করেছে। আমি নিজে তাকে দেখতে গিয়েছি পত্র পত্রিকায় অদ্ভুত ও বিকট চেহারার কার্টুন দেখে। সরাসরি দেখে কিছুটা ধাক্কা খেয়েছি।

১৮ কোটি মানুষের মধ্যে মাত্র ১৮জন জমায়েত হয়ে গোলাম আযমের লাশ পাকিস্তানে পাঠিয়ে দেয়ার দাবি তুলেছিল । এই দাবিটিও সংবাদ শিরোনাম হয়েছে । কিন্তু সারা দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ লোক তার গায়েবানা জানাজায় অংশ নিয়েছে। ঢাকায় মূল জানাজাটির সাইজ অন্তরে ভয় ধরিয়ে দেওয়ার মতো।

এই বিষয়টি এই সব মিডিয়ার চোখে পড়ে নি !

তবে ডিজিটাল সময়ে তাদের এনালগ বুদ্ধিটি বুমেরাং হয়েছে। বিকল্প সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবর গুলি ছবি সহকারে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

একটা প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে।

জাতীয় নেতাদের মধ্যে কার জানাজায় এযাবতকালে সর্বোচ্চ সংখ্যক মানুষের সমাগম হয়েছে এবং কার জানাজায় সর্বনিম্ন মানুষের সমাগম হয়েছে ?

এতদিন সর্বনিম্নের জবাবটি দেওয়া নিরাপদ হতো না। এবার সর্বোচ্চ সংখ্যার জবাবটি নিয়েও একইরূপ বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

তবে সময় এবং তখনকার (১৯৮১ সালে) জনসংখ্যা বিবেচনায় নিলে সর্বোচ্চ সংখ্যাটি এখনো বোধহয় শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্যেই সংরক্ষিত রয়েছে। তার পরের অবস্থানটিই প্রফেসর গোলাম আযমের জন্যে নির্ধারিত হয়ে গেছে বলে অনুমিত হচ্ছে।

এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে। বর্তমান সরকার ও সরকার বান্ধব মিডিয়া যাকে বা যাদেরকে ঘৃণা করতে উৎসাহ বা পরামর্শ দেয় - লোকজন করে ঠিক তার উল্টোটি। মানুষের উপর বিভিন্ন ভাবে জোর খাটাতে গিয়ে বর্তমান সরকার তার শত্রুদের জন্যে এই উপকারটুকু করে দিয়েছে।

দেখা গেছে এই অপশক্তি যে লাশকেই অপমান করতে চেয়েছে, দেশের মানুষ তার প্রতি স্মরণকালের সর্বোত্তম সম্মান দেখিয়ে দিয়েছে । পিয়াস করিমের লাশ নিয়ে শাহবাগি নাটক সৃষ্টি না করলে তার জানাজায় এত সংখ্যক মানুষ উপস্থিত হতো কি না সন্দেহ রয়েছে।

একজন মানুষ যখন মারা যায় তখন তার লাশ সমগ্র মানব জাতির সম্পদ হযে দাঁড়ায। কোন লাশের অপমান মানে সমগ্র মানবতার অপমান, সমগ্র মানব জাতির অপমান ।

কিন্তু এই কথা এদেরকে কে বোঝাবে ?

কারন এরা তো মানুষ না -এরা আওয়ামী লীগ।

মিনার রশীদ ফেসবুক থেকে।

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278666
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৫
মুক্তির মিছিল লিখেছেন : ইনডোর শ্যুটিং করে জুতা প্রদর্শনী ও পরবর্তীতে জনৈক শাহবাগী ব্লগারকে ধরে এনে চ্যানেল আই বিশেষ প্রতিবেদনও প্রচার করে। অথচ এত লোকের ভালভাসা ও দোয়ার দৃশ্য এই সব ধান্দাবাজ তথাকথিত প্রতিগতিশীল মিডিয়ার চোখে ধরা দেয় না........
278674
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
নিরবে লিখেছেন : ঠিক কথা
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
222431
মুক্তির মিছিল লিখেছেন : কিন্তু ওরা (আওয়ামীরা) তা বুঝে না!
পড়ার জন্য ধন্যবাদ!
278680
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
278686
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
মোঃ আবু তাহের লিখেছেন : তাঁকে এবং আপনাকে অনেক ধন্যবাদ।
২৭ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৫
222498
মুক্তির মিছিল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ!
278690
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
বাজলবী লিখেছেন : অাসলে ওরা মানুষ না। ভালো লাগলো জাযাকাল্লাহ খাইর।
২৭ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৭
222500
মুক্তির মিছিল লিখেছেন : সত্যি কথাই বলেছেন! Rose
278698
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : ১৮ কোটিতে আঠার জন৷ কোটিতে ১ জন৷ বিরিয়ানী বন্ধ না হলে বাড়তে পারত৷
২৭ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৮
222502
মুক্তির মিছিল লিখেছেন : এখন বিরায়ানী দিলেও লোক বাড়বে না, তবে কিছু টোকাই বাড়বে বিনিয়ারীর লোভে।
300978
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর হয়েছে,অনেক ভাল লাগল, ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File