কুকুড়ে কুকুড়ে কামড়া কামড়ি করলে, কোন কুকুর মারা যায়-এ পর্যন্ত কেউ দেখে নাই!

লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ১৪ জুলাই, ২০১৪, ০৫:৪১:৩৯ বিকাল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

কুকুড়ে কুকুড়ে কামড়া কামড়ি করলে, কোন কুকুর মারা যায়-এ পর্যন্ত কেউ দেখে নাই!

কিন্তু বাংলার এই সোনার কুত্তারা এতই ভয়ংকর যে একে অপরকে একদমই সহ্য করতে পারে না। মেড়েই ফেলে! শধুই আফসোস এই সোনার কুত্তাগুলার জন্য! Sad

বিষয়: রাজনীতি

১২১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244754
১৫ জুলাই ২০১৪ রাত ০৩:৩৫
মারুফ দেওয়ান লিখেছেন : lol
২৬ জুলাই ২০১৪ রাত ০৪:২৬
192737
মুক্তির মিছিল লিখেছেন : দুঃখজনক হলেও বিষয়টা সত্যি!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File