3G সমাচার- বাংলাদেশের সবাই কি পাগল হয়ে গেছে?
লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ২২ অক্টোবর, ২০১৩, ০৫:৪১:০৭ বিকাল
আজ এক জনপ্রতিনিধি যিনি কিনা এক প্রভাবশালী মন্ত্রীও বটে, তিনি মোবাইল ফোনের যুগের 3G কে বলে ফেললেন ৩৭ বছর আগে মৃত বঙ্গবন্ধুর সপ্ন। মোবাইলে ৩জি চালু হয়েছে ২০০১ সালের পর থেকে এবং এটা কোন দেশেই জনপ্রিয়তা লাভ করে নাই। আমি সিঙ্গাপুরে ছিলাম প্রায় ১১ বছর-সেখানেও কেউ ৩জি ব্যবহার করে না যদিও বহু আগে থেকেই (২০০৩ সাল) থেকেই ঐ সেবা বিদ্যমান (Singtel, Starhub, M1 মোবাইল কম্পানিগুলোতে)।
এখন ফিরে আসি বঙ্গবন্ধুর সপ্নের ৩জি তে। মন্ত্রী সাহারা খাতুন চামচামি করতে গিয়ে ৩জি কে বঙ্গবন্ধুর সপ্ন বলে চালিয়ে দিলেন! উনি কি সবাইকে উনার মতই আহাম্মক ভাবতেছেন? নাকি সবাইকে পাগল ভাবতেছেন?
তবে পাগল ভাবার কিছু কারন থাকতে পারে, তার মধ্যে একটা হল, (১) ঢাকার সবচেয়ে আধুনিক লোকগুলো উনার মত আহাম্মক চামচাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, তাই উনি সবাইকে পাগল ভাবতে পারেন!, (২) মন্ত্রীরা এত পাগলেরে মত আজে বাজে রাবিশ কথা বার্তা বলার পরেও কোন প্রতিবাদ না থাকায়, সবাইকে পাগল ভাবতে পরেন, (৩) কালো সাদা বিড়ালরাও লজ্জাহীনভাবে জনসমুখ্মে যে ভাবে নির্লজ্জভাবে অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছে, তারও কোন প্রতিবাদ নাই তথাকথিত প্রগতিশীল, চেতনাধারী পত্রিকাগুলোতে, টিভিতে।
আরেকটা সম্ভাবনা যে, উনারাই ঠিক আছেন, আমরা ম্যাঙ্গোপিপলরাই মহা পাগল!
সুত্র: Click this link
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন